আবদুল মান্নান

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১১:৪৯, ২৮ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

বেইজ কমান্ডার, বরিশাল সদর। আবদুল মান্নান নলছিটি থানার দপদপিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পাকিস্তান সেনাবাহিনীর সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধে তাকে বরিশাল সদর থানার কমান্ডার নিযুক্ত করা হয়। তিনি নলছিটি, চাচৈর ও বাকেগঞ্জ যুদ্ধে অংশ নেন। ১৯৯৪ সালে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫