আবদুল মজিদ খান, বেইজ কমান্ডার

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৩:৩৬, ২৯ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে (" মুক্তিযুদ্ধকালে বেইজ কমান্ডার, বাবুগঞ্জ। আবদুল মজিদ খা..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)
মুক্তিযুদ্ধকালে বেইজ কমান্ডার, বাবুগঞ্জ। আবদুল মজিদ খান বাবুগঞ্জ থানার ক্ষুদ্রকাঠি গ্রামে জ¥গ্রহণ করেন। তিনি মেট্রিক পাস করে সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৭১ সালে আবদুল ওহাব খানের নেতৃত্বে মুক্তিযুদ্ধে যোগ দেন। সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান ওমর মজিদ খানকে ১৯৭১ সালের সেপ্টেম্বর মাসে বাবুগঞ্জ থানার কমান্ডার নিযুক্ত করেন। আবদুল মজিদ খান পাকবাহিনীর বিরুদ্ধে বাবুগঞ্জ, দোয়ারিকা, শীকারপুর ও উজিরপুরে কয়েকটি যুদ্ধ পরিচালনা করেন। তিনি বরিশাল মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ছিলেন। ২০১১ সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫