আবদুল কাদের ওরফে লাল মিয়া

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৩:২৩, ২২ জুলাই ২০২০ পর্যন্ত সংস্করণে ("আবদুল কাদের ওরফে লাল মিয়ার জন্ম বরগুনায়। প্রজা ও কৃষক আ..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

আবদুল কাদের ওরফে লাল মিয়ার জন্ম বরগুনায়। প্রজা ও কৃষক আন্দোলনের একনিষ্ঠ কর্মী। ১৯৩৭ ও ১৯৫৪ খ্রিস্টাব্দে তিনি এমএলএ নির্ভাচিত হন। ১৯৬০ খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।