"আবদুর রব সেরনিয়াবাত"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("আবদুর রব সেরনিয়াবাত বাংলা ১৩২৭ সনের ১৪ চৈত্র, ১৯২০ সালে..." দিয়ে পাতা তৈরি)
 
 
(একই ব্যবহারকারী দ্বারা সম্পাদিত একটি মধ্যবর্তী সংশোধন দেখানো হচ্ছে না)
১ নং লাইন: ১ নং লাইন:
আবদুর রব সেরনিয়াবাত বাংলা ১৩২৭ সনের ১৪ চৈত্র, ১৯২০ সালে বরিশাল জেলার সেরাল গ্রামে জন্মগ্রহন করেন। তিনি গৌরনদীর চাদশী হাইস্কুল থেকে মেট্রিক, বিএম কলেজ থেকে আইএ, কলকাতা ইসলামিয়া কলেজ হতে বিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাস করেন। তিনি বরিশাল বারে আইন ব্যবসা করতেন। তিনি ন্যাপ নেতা ছিলেন। ১৯৬৯ সালে আওয়ামী লীগে যোগ দেন। ১৯৭০ সালে তিনি এমএনএ নির্বাচিত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে তিনি দক্ষিণ জোনাল কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তিনি, তার কন্যা আরজু, বেবী, পুত্র আরিফ, নাতি সুকান্ত, ভ্রাতুুস্পুত্র শহীদ সেরনিয়াবাতসহ মর্মান্তিকভাবে নিহত হন। বঙ্গবন্ধুর তৃতীয় বোন আমিনা তাঁর স্ত্রী ছিলেন।  
+
আবদুর রব সেরনিয়াবাত বাংলা ১৩২৭ সনের ১৪ চৈত্র (১৯২০) সালে বরিশাল জেলার সেরাল গ্রামে জন্মগ্রহন করেন। তিনি গৌরনদীর চাদশী হাইস্কুল থেকে মেট্রিক, বিএম কলেজ থেকে আইএ, কলকাতা ইসলামিয়া কলেজ হতে বিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাস করেন। তিনি বরিশাল বারে আইন ব্যবসা করতেন। তিনি ন্যাপ নেতা ছিলেন। ১৯৬৯ সালে আওয়ামী লীগে যোগ দেন। ১৯৭০ সালে তিনি এমএনএ নির্বাচিত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে তিনি বরিশাল দক্ষিণ জোনাল কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তিনি, তার কন্যা আরজু, বেবী, পুত্র আরিফ, নাতি সুকান্ত, ভ্রাতুুস্পুত্র শহীদ সেরনিয়াবাতসহ মর্মান্তিকভাবে নিহত হন। বঙ্গবন্ধুর তৃতীয় বোন আমিনা তাঁর স্ত্রী ছিলেন।  
  
 
----
 
----
 
তথ্যসূত্র: সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (২য় খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫। পৃ ৩৩০।
 
তথ্যসূত্র: সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (২য় খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫। পৃ ৩৩০।

০৭:২৫, ২৮ মার্চ ২০১৬ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

আবদুর রব সেরনিয়াবাত বাংলা ১৩২৭ সনের ১৪ চৈত্র (১৯২০) সালে বরিশাল জেলার সেরাল গ্রামে জন্মগ্রহন করেন। তিনি গৌরনদীর চাদশী হাইস্কুল থেকে মেট্রিক, বিএম কলেজ থেকে আইএ, কলকাতা ইসলামিয়া কলেজ হতে বিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাস করেন। তিনি বরিশাল বারে আইন ব্যবসা করতেন। তিনি ন্যাপ নেতা ছিলেন। ১৯৬৯ সালে আওয়ামী লীগে যোগ দেন। ১৯৭০ সালে তিনি এমএনএ নির্বাচিত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে তিনি বরিশাল দক্ষিণ জোনাল কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তিনি, তার কন্যা আরজু, বেবী, পুত্র আরিফ, নাতি সুকান্ত, ভ্রাতুুস্পুত্র শহীদ সেরনিয়াবাতসহ মর্মান্তিকভাবে নিহত হন। বঙ্গবন্ধুর তৃতীয় বোন আমিনা তাঁর স্ত্রী ছিলেন।


তথ্যসূত্র: সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (২য় খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫। পৃ ৩৩০।