আত্মনন্দ ব্রহ্মচারী

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১২:৫১, ২০ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("জন্ম ১৮৯১। মৃত্যু ২১ জানুয়ারি ১৯৭২। বরিশাল শঙ্কর মঠের প..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

জন্ম ১৮৯১। মৃত্যু ২১ জানুয়ারি ১৯৭২। বরিশাল শঙ্কর মঠের প্রতিষ্ঠাতা প্রজ্ঞানন্দ সরস্বতীর কাছে সন্ন্যাসে দীক্ষা নেন ও বেদান্ত পড়েন। ক্রমে বিপ্লবী দলে সশস্ত্র অভ্যুত্থানের ব্যাপারে যোগ দেন। পরে নিরিশ্বর বস্তুবাদে বিশ্বাসী হয়ে গেরুয়া বসনেই শ্রেণিহীন শোষণমুক্ত সমাজের কথা প্রচার করতে আরম্ভ করেন। সংস্কৃত, আরবি ও ফারসিতে ব্যুৎপন্ন ছিলেন। মূল কোরান ও হাদিস পাঠ করেন। পাশ্চাত্য দার্শনিকদের মতামত সম্বন্ধে পড়াশোনা ছিল। উত্তরকালে আচার ও সংস্কারমুক্ত নাস্তিক সন্ন্যাসীর জীবন কাটান। স্ববিরোধিতার জন্য জীবনের বেশির ভাগই ঠিকানাবিহীন নিরাশ্রয়ে কাটে।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।