আগৈলঝাড়া উপজেলা
আগৈলঝাড়া উপজেলা: আগৈলঝাড়া থানা গঠিত হয় ১৬ জুন ১৯৮১ সালে এবং ৭/১১/১৯৮৩ তারিখে থানাটি উপজেলায় উন্নীত হয়। এই উপজেলার বিখ্যাত ব্যক্তি, ঐতিহাসিক নিদর্শন ও ঘটনার একটি সংক্ষিপ্ত তালিকা নিম্নরূপ। উল্লেখ্য, নিম্নলিখিত প্রত্যেক ব্যক্তি, ঐতিহাসিক নিদর্শন ও ঘটনা নিয়ে অত্র বরিশালপিডিয়ায় একটি করে স্বতন্ত্র নিবন্ধ রয়েছে।
পরিচ্ছেদসমূহ
বাকাল ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ
১. ত্রিলোচন দাশ কবীন্দ্র (পঞ্চদশ শতক), কলাপ ব্যাকরণের টীকা ‘কাতন্ত্রবৃত্তি পঞ্জিকা’র রচয়িতা; কবি বিজয় গুপ্তের মামা; গ্রাম: ফুল্লশ্রী। ২. বিজয় গুপ্ত (পঞ্চদশ- ষোড়শ শতক), মনসা মঙ্গলের বিখ্যাত মধ্যযুগীয় কবি। ৩. জানকীনাথ কবিকণ্ঠহার (পঞ্চদশ - ষোড়শ শতক), “চর্করিত রহসা” নামক ব্যাকরণের অংশবিশেষ ও যঙ-লুগন্ত প্রত্যয় সম্বন্ধে শ্লোকপূর্ণ গ্রন্থের রচয়িতা; বিখ্যাত নৈয়ায়িক; গ্রাম: ফুল্লশ্রী। ৪. কার্তিকচন্দ্র দাশগুপ্ত (৬ আগস্ট ১৮৮৪ - ২৭ ফেব্রুয়ারি ১৯৬৫) সাহিত্যিক; গ্রাম: ফুল্লশ্রী। ৫. নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় (২০ মার্চ ১৯০১ - ২ সেপ্টেম্বর ১৯৯৩) বেদান্ততীর্থ; শিক্ষাব্রতী ও সমাজসেবী; গ্রাম: বাকাল। ৬. প্রাণকুমার সেন (৬ এপ্রিল ১৯০১ - ২৫ মার্চ ১৯৬২), দশ বছর বরিশাল শিক্ষক সমিতির সম্পাদক ও পরে সভাপতি; বরিশাল হিতৈষীর সম্পাদক; গ্রাম: ফুল্লশ্রী। ৭. অমিয় দাশগুপ্ত (১৯১৭ - ২৮ মার্চ ১৯৮০), সর্বভারতীয় কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সংস্থার সাধারণ সম্পাদক; গ্রাম: ফুল্লশ্রী। ৮. মনীন্দ্রনাথ সমাজদার (১৯২৪ - ?), বহু ভাষাবিদ ও সংস্কৃত পন্ডিত; গ্রাম: ফুল্লশ্রী। ৯. ভেগাই হালদার(১৮৫৩-১৯৩৩) দেশপ্রেমিক ও সাধক পুরুষ; আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমির প্রতিষ্ঠাতা; গ্রাম: মানসী-ফুল্লশ্রী।
গৈলা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ
১. ছবি খা (ষোড়শ - সপ্তদশ শতক), মূল নাম সাবিহ খা (?), সম্রাট জাহাঙ্গীরের সময়ে বাকলার ফৌজদার; গ্রাম: গৈলা। ২. কালীপ্রসন্ন তর্কচূড়ামণি (১৮৩৩ - ১৮৯৭) বাকেরগঞ্জের কলসকাঠি গ্রামের জমিদার বরদাকান্ত রায়ের সভাপ-িত ও ধর্মোপদেষ্টা; গ্রাম: গৈলা। ৩. ললিতমোহন দাস (৬ ফেব্রুয়ারি ১৮৬৮ - ২৭ ডিসেম্বর ১৯৩২), কলকাতাস্থ ‘বরিশাল সেবা সমিতি’র প্রতিষ্ঠাতা সভাপতি; গ্রাম: গৈলা। ৪. কুসুমকুমারী দাশ (১৮৭৫ - ২৫ ডিসেম্বর ১৯৪৮), কবি; কবি জীবনানন্দ দাশের মাতা; গ্রাম: গৈলা। ৫. চন্দ্রকান্ত চক্রবর্তী (জন্ম ১৮৮৭ - ১৫ মে ১৯৭১), ১৯১৫-১৭ খ্রি. ভারত-জার্মান ষড়যন্ত্রের যে মামলা আমেরিকায় চলছিল তার আসামি; গ্রাম: গৈলা। ৬. সুরেন্দ্রনাথ দাশগুপ্ত (১৮৮৭ - ১৮ ডিসেম্বর ১৯৫২), কলকাতা বিশ্ববিদ্যালয়ের নীতিবিজ্ঞানের অধ্যাপক এবং প্রখ্যাত দার্শনিক; গ্রাম: গৈলা। ৭. সুরেশচন্দ্র সেনগুপ্ত (১৯০১-১৯৯৫), ভারতের জৈব রসায়ণের গবেষণা ও শিক্ষণের ক্ষেত্রে শিষ্যপরম্পরায় এক উল্লেখ্য ঘরানার প্রবর্তক; গ্রাম: গৈলা। ৮. অমিয়কুমার দাশগুপ্ত (১৬ জুলাই ১৯০৩ - ১৪ জানুয়ারি ১৯৯২), একজন আন্তর্জার্তিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ও অধ্যাপক; গ্রাম: গৈলা। ৯. তারকেশ্বর সেনগুপ্ত (১৫ এপ্রিল ১৯০৫ - ১৬ সেপ্টেম্বর ১৯৩১), হিজলি বন্দি-শিবিরে রাজবন্দিদের উপর গুলিবর্ষণকালে নিহত; গ্রাম: গৈলা। ১০. নয়নাঞ্জন দাশগুপ্ত (২৭.১.১৯০৭ - ১৩.১১.১৯৯২), স্বাধীনতা সংগ্রামী; গ্রাম: গৈলা। ১১. মুকুল সেন (১৪.৬.১৯০৭-২৫.২.১৯৯২), আন্দামানে দ্বীপান্তরপ্রাপ্ত স্বাধীনতা সংগ্রামী; গ্রাম: গৈলা। ১২. মৈত্রেয়ী দেবী (১ সেপ্টেম্বর ১৯১৪ - ৪ ফেব্রুয়ারী ১৯৯০), পদ্মশ্রী উপাধিতে ভূষিত প্রখ্যাত সাহিত্যিক; গ্রাম: গৈলা। ১৩. সুপ্রকাশ রায় (সুধীরচন্দ্র ভট্টাচার্য) (১৯১৫- ২১.১২.১৯৯০), স্বাধীনতা সংগ্রামী ও বামপন্থী ইতিহাস গবেষক; গ্রাম: গৈলা। ১৪. অণিমা সেনগুপ্ত (মার্চ ১৯২০ - ২ ফেব্রুয়ারি ১৯৬৪), লেখিকা; ১৯৫৭ খ্রি. থেকে মৃত্যুকাল অবধি শশিমুখী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও হিমালয়ান মাউন্টেনিয়ারিং এসোসিয়েশনের সদস্য হিসাবে কুমায়ুনের ট্রেইল গিরিবর্ত্ম অঞ্চলের অভিযাত্রী; গ্রাম: গৈলা। ১৫. আবদুর রব সেরনিয়াবাত (২৮ মার্চ ১৯২১ - ১৫ আগস্ট ১৯৭৫) সালের এমএনএ, মুক্তিযুদ্ধকালে দক্ষিণ জোনাল কাউন্সিলের চেয়ারম্যান; স্বাধীনতা-উত্তর সরকারের ভূমিমন্ত্রী; গ্রাম: সেরাল। ১৬. জ্যোতির্ময় গুপ্ত (২৩ আগস্ট ১৯২৩ - ১৬ সেপ্টেম্বর ১৯৩১) বিপ্লবী ও পরবর্তীতে বিলাতফেরত চক্ষু-বিশেষজ্ঞ; গ্রাম: গৈলা। ১৭. ভোলানাথ সেন (১৯২৩ (?)- ১৮.১.১৯৯৮), প্রখ্যাত আইনজীবী ও বিশিষ্ট কংগ্রেস নেতা; কংগ্রেস মন্ত্রীসভায় পূর্তমন্ত্রী; গ্রাম: গৈলা। ১৮. উমা দাশগুপ্ত (১৪ এপ্রিল ১৯২৮ - ২১ জুন ২০০৫), জাদু স¤্রাজ্ঞী; গ্রাম: গৈলা।
রতনপুর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ
১. ল্যান্সনায়েক আলিমুল ইসলাম বীরপ্রতীক (?? - ২০১০), বীরপ্রতীক মুক্তিযোদ্ধা, গ্রাম: রতনপুর।
আগৈলঝাড়া উপজেলার পুরাকীর্তি
১. বিজয় গুপ্তের মনসা মন্দির, ফুল্লশ্রী।
আগৈলঝাড়া উপজেলার ঐতিহাসিক ঘটনা
১. গৌরনদী রাংতা বিলের হত্যা, ১৯৭১:
তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০। ২। সংসদ বাঙালি চরিতাভিধান। ৩। রুসেলি রহমান চৌধুরী, বরিশালের প্রয়াত গুণীজন। ৪। বাংলাপিডিয়া।