আগৈলঝাড়ার বিষ্ণুমূর্তি

Barisalpedia থেকে

১৯৭৯ খ্রিঃ আগৈলঝাড়া থানায় একটি পুরনো দীঘি খননকালে একটি কৃষ্ণপাথরের বিষ্ণুমূর্তি পাওয়া যায়। মূর্তিটি পাল আমলে (দশ থেকে বারো শতক) নির্মিত। আগৈলঝাড়ায় প্রাপ্ত মূর্তিটি আগৈলঝাড়া কলেজের নিকট ভেগাই হালদার মন্দিরে রক্ষিত আছে। কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিটি চার ফুট লম্বা। চার হস্তবিশিষ্ট বিষ্ণুমূর্তিটি বাংলাদেশের প্রতœতত্ত্ব বিভাগের মূল্যবান সম্পদ। এ প্রকার মূর্তি উপমহাদেশে বিরল। ভাস্কর্য জগতে এ মূর্তিটি অন্যতম সেরা সৃষ্টি। দন্ডায়মান বিষ্ণু মূর্তিকে জীবন্ত মনে হয়। পিছনের ডান হাতে গদা এবং বাম হাতে চক্র। সামনের এক হাতে শঙ্খ এবং আর এক হাতে পদ্মফুল। গলায় বনমালা। মূর্তিও নিচে চক্র পুরুষ ও শঙ্খ পুরুষের ক্ষুদ্র মূর্তি অঙ্কিত আছে।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।