আওরঙ্গপুর

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ২০:৩৩, ২৪ মার্চ ২০১৯ পর্যন্ত সংস্করণে ("এটি বরিশালের একটি পরগণা। চন্দ্রদ্বীপ পরগণা থেকে আওরঙ্গপ..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

এটি বরিশালের একটি পরগণা। চন্দ্রদ্বীপ পরগণা থেকে আওরঙ্গপুর পরগণা সৃষ্ট। আওরঙ্গজেবের রাজত্বকালে এ পরগণার সৃষ্টি। শায়েস্তানগরের জমিদার রাম গোপালের কনিষ্ঠ পুত্র জানকী বল্লভ এ পরগণার প্রথম জমিদার। জানকী বল্লভের জ্যেষ্ঠ ভ্রাতা রাম গোবিন্দ জমিদারী আত্মসাৎ করে। জ্যেষ্ঠ ভ্রাতার স্ত্রী ভবানী দেবীর সহায়তায় জানকী বল্লভ ষড়যন্ত্রের হাত হতে রক্ষা পায়। তিনি অভয়নীল গ্রামের রামগোপালকে নিয়ে ঢাকায় আসেন। ঢাকায় জনৈক এতমাদ খাঁর সাহায্যে বাংলার সুবাদার আওরঙ্গজেবের পুত্র আজিম-উস-সানের নিকট হতে ১৬৯৯ খৃৃস্টাব্দে রাম গোপালের কনিষ্ঠ পুত্র জানকী বল্লভ আওরঙ্গপুর পরগণার জমিদারী লাভ করেন। জানকী বল্লভ প্রথমে পৈতৃক ভূমি বালিগাঁও গ্রামে বাস করতেন। ১৭০২ খৃৃস্টাব্দে তিনি বাকেরগঞ্জ থানার কলসকাঠি গ্রামে বাসস্থান নির্মাণ করেন। তাদের নির্মিত মন্দির ও ভবন এখনও বর্তমান আছে। আওরঙ্গপুর পরগণা দক্ষিণে সাগর পর্যন্ত বিস্তৃত ছিল। পটুয়াখালী, মির্জাগঞ্জ ও আমতলী এ পরগণার অধীনে ছিল।



তথ্যসূত্র: সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।