আইন উদ্দিন সিকদার

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১০:৪১, ২৯ অক্টোবর ২০১৭ পর্যন্ত সংস্করণে ("বাকেরগঞ্জের নিয়ামতির আইন উদ্দিন সিকদার বরিশালের বৃটিশ..." দিয়ে পাতা তৈরি)

বাকেরগঞ্জের নিয়ামতির আইন উদ্দিন সিকদার বরিশালের বৃটিশ বিরোধী সশস্ত্র সংগ্রামীদের মধ্যে বিশিষ্ট একজন ছিলেন। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। ঢাকার নায়েব নাজিব ও কোম্পানির সিপাহীরা ১৭৮৫ খৃৃস্টাব্দে আইনউদ্দিন সিকদারের বাড়ি আক্রমণ করে তাকে ধরে নিয়ে যায় এবং বিষখালী নদীর মধ্যে তাকে নির্মমভাবে হত্যা করা হয়।


তথ্যসূত্র: সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।