"আইন উদ্দিন সিকদার"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("বাকেরগঞ্জের নিয়ামতির আইন উদ্দিন সিকদার বরিশালের বৃটিশ..." দিয়ে পাতা তৈরি)
(কোন পার্থক্য নেই)

১০:৪১, ২৯ অক্টোবর ২০১৭ তারিখের সংস্করণ

বাকেরগঞ্জের নিয়ামতির আইন উদ্দিন সিকদার বরিশালের বৃটিশ বিরোধী সশস্ত্র সংগ্রামীদের মধ্যে বিশিষ্ট একজন ছিলেন। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। ঢাকার নায়েব নাজিব ও কোম্পানির সিপাহীরা ১৭৮৫ খৃৃস্টাব্দে আইনউদ্দিন সিকদারের বাড়ি আক্রমণ করে তাকে ধরে নিয়ে যায় এবং বিষখালী নদীর মধ্যে তাকে নির্মমভাবে হত্যা করা হয়।


তথ্যসূত্র: সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।