"আইন অমান্য আন্দোলন, বরিশাল"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("১৯২১ খৃৃস্টাব্দে বরিশালে আইন অমান্য আন্দোলন অনেক দিন চল..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

১১:১৯, ১৬ জুলাই ২০২০ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

১৯২১ খৃৃস্টাব্দে বরিশালে আইন অমান্য আন্দোলন অনেক দিন চলে এবং শত শত আন্দোলনকারী গ্রেফতার হয়। যারা গ্রেফতার হন তারা হলেন মনোরঞ্জন গুপ্ত, শৈলেন্দ্র নাথ দাশ, সরল কুমার দত্ত, নগেন্দ্র বিজয় ভট্টাচার্য, প্যারীলাল রায়, নিশিকান্ত গাঙ্গুলী নরেন্দ্রনাথ দাশ, সতীন সেন, রাধিকা গাঙ্গুলী, গিরিজা মুখোপাধ্যায়, ওয়াহেদ রাজা চৌধুরী, মকবুল মিয়া, নূর আহমেদ শিকদার, রাজেন দাশ, নলিনী দাশ, মহেন্দ্র রায়, বিহারী বিশ্বাস, ফকু মিয়া প্রমুখ। তখন বন্দীরা বরিশাল জেলে ছিলেন। জেল সুপারিনটেনডেন্ট ছিলেন ডা. মেজর জেনারেল মনরো। বন্দীরা বিভিন্ন দাবি জানালে গিরিজা, মকবুল মিয়া ও রাজেন রায়ের ওপর বেত্রাঘাত হয়।



তথ্যসূত্র: সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।