অসহযোগ আন্দোলনে বরিশাল

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১১:০১, ১৬ জুলাই ২০২০ পর্যন্ত সংস্করণে ("১৯২১ খৃৃস্টাব্দে অসহযোগ আন্দোলন শুরু হয়। অসহযোগ আন্দোল..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

১৯২১ খৃৃস্টাব্দে অসহযোগ আন্দোলন শুরু হয়। অসহযোগ আন্দোলনে ছিলেন প্যারীলাল রায়, সম্পাদক গুরুচরণ আইচ এবং সহকারী সম্পাদক ছিলেন পঞ্চানন বসু। অসহযোগ আন্দোলনে বরিশাল জেলার সর্বাধিনায়ক ছিলেন অশ্বিনীকুমার দত্ত। তারই নির্দেশে গ্রামে-গঞ্জে অসহযোগ আন্দোলন গণআন্দোলনে রূপ নেয়। তিনি অসুস্থ থাকায় শরৎ কুমার ঘোষ, হাশেম আলী খান, শরৎ গুহ, ওয়াহেদ রাজা চৌধুরী, নগেন্দ্র ভট্টাচার্য, সতীন সেন, ডা. তারিনী গুপ্ত, মনোরঞ্জন গুপ্ত, মুকুন্দ দাশ প্রমুখ আন্দোলনে নেতৃত্ব দেন। বাংলাদেশের মধ্যে এ আন্দোলন বরিশালে ব্যাপকভাবে বিস্তার লাভ করে। দেশবন্ধুর আহবানে মনোরঞ্জন গুপ্ত ও জিতেন্দ্রনাথ দত্ত বরিশালে অসহযোগ আন্দোলনের ভার নেন। তারা বরিশালের খেলাফত নেতৃবৃন্দের সাথে মিলিত হয়ে অসহযোগ আন্দোলনকে তীব্র করে তোলেন। অশ্বিনী কুমারের আহবানে এবং মুকুন্দ দাশের গানে অনুপ্রাণিত হয়ে বরিশালের মহিলারাও আন্দোলনে যোগ দেয়। অসহযোগ ও খেলাফত আন্দোলন বরিশালে এত শক্তিশালী ছিল যে তা দেখে ইংরেজ প্রশাসন ভীত হয়ে পড়ে এবং প্রায় ৫০০ কর্মীকে গ্রেফতার করে।



তথ্যসূত্র: সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।