"অরুণকুমার সেন"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("জন্ম ১৮ এপ্রিল ১৯০৫। মৃত্যু ১৭ আগস্ট ১৯৮৫। জন্মস্থান বাণ..." দিয়ে পাতা তৈরি)
 
 
১ নং লাইন: ১ নং লাইন:
জন্ম ১৮ এপ্রিল ১৯০৫। মৃত্যু ১৭ আগস্ট ১৯৮৫। জন্মস্থান বাণীবন, হাওড়া। আদি পৈত্রিক নিবাস বরিশাল। পিতা অন্নদাচরণ ব্রাহ্ম ধর্ম গ্রহণ করায় বরিশাল থেকে চলে আসতে হয়। মাতা বসন্তকুমারী। বিশিষ্ট অধ্যাপক। দ্বিতীয় স্থান অধিকার করে ম্যাট্্িরক এবং পঞ্চম স্থান অধিকার করে আই.এ পরীক্ষায় উত্তীর্ণ হন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে প্রথম শ্রেনীতে প্রথম হয়ে বি.এ ও এম.এ এবং লন্ডন স্কুল অব ইকনমিক্স থেকে এম.এসসি. পাশ করেছেন। লন্ডনের ইনার টেম্পলের বার-অ্যাট-ল। প্রেসিডেন্সি কলেজে লেকচারার হিসাবে কাজ করে পরে কলকাতার সিটি কলেজে অধ্যাপকরূপে যোগদান করেন। ১৯৩৯ খ্রি. তাঁরই কর্মকুশলতায় মির্জাপুর স্ট্রিটে সিটি কলেজের কমার্স বিভাগ খোলা হয়। তাঁরই প্রচেষ্টায় পঞ্চাশের দশকে দক্ষিণ কলকাতায় একই বাড়িতে সিটি কলেজের তিনটি শাখা শিবনাথ শাস্ত্রী কলেজ, হেরম্বচন্দ্র কলেজ এবং প্রফুল্লচন্দ্র কলেজ খোলা হয়। ব্রাহ্ম সমাজের এডুকেশন সোসাইটির তিনি প্রাণপুরুষ ছিলেন। এই কলেজ তিনটি ব্রাহ্ম সমাজ কর্তৃক পরিচালিত। কলকাতা বিশ্ববিদ্যালয় তিন বছরের বি.কম-এর পাঠ্যসূচির তিনি রচয়িতা। ¯œাতকোত্তর কমার্স কোর্সও তিনি গঠন করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেটের সভ্য ও সাধারন ব্রাহ্মসমাজের সভাপতি ছিলেন। ৩৫খানি গ্রন্থের রচয়িতা। সিটি কলেজের অধ্যক্ষ অমিয়কুমার তাঁর অগ্রজ।
+
জন্ম ১৮ এপ্রিল ১৯০৫। মৃত্যু ১৭ আগস্ট ১৯৮৫। জন্মস্থান বাণীবন, হাওড়া। আদি পৈত্রিক নিবাস বরিশাল। পিতা অন্নদাচরণ ব্রাহ্ম ধর্ম গ্রহণ করায় বরিশাল থেকে চলে আসতে হয়। মাতা বসন্তকুমারী। বিশিষ্ট অধ্যাপক। দ্বিতীয় স্থান অধিকার করে ম্যাট্্িরক এবং পঞ্চম স্থান অধিকার করে আই.এ পরীক্ষায় উত্তীর্ণ হন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে প্রথম শ্রেনীতে প্রথম হয়ে বি.এ ও এম.এ এবং লন্ডন স্কুল অব ইকনমিক্স থেকে এম.এসসি. পাশ করেছেন। লন্ডনের ইনার টেম্পলের বার-অ্যাট-ল। প্রেসিডেন্সি কলেজে লেকচারার হিসাবে কাজ করে পরে কলকাতার সিটি কলেজে অধ্যাপকরূপে যোগদান করেন। ১৯৩৯ খ্রি. তাঁরই কর্মকুশলতায় মির্জাপুর স্ট্রিটে সিটি কলেজের কমার্স বিভাগ খোলা হয়। তাঁরই প্রচেষ্টায় পঞ্চাশের দশকে দক্ষিণ কলকাতায় একই বাড়িতে সিটি কলেজের তিনটি শাখা শিবনাথ শাস্ত্রী কলেজ, হেরম্বচন্দ্র কলেজ এবং প্রফুল্লচন্দ্র কলেজ খোলা হয়। ব্রাহ্ম সমাজের এডুকেশন সোসাইটির তিনি প্রাণপুরুষ ছিলেন। এই কলেজ তিনটি ব্রাহ্ম সমাজ কর্তৃক পরিচালিত। কলকাতা বিশ্ববিদ্যালয় তিন বছরের বি.কম-এর পাঠ্যসূচির তিনি রচয়িতা। স্নাতকোত্তর কমার্স কোর্সও তিনি গঠন করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেটের সভ্য ও সাধারন ব্রাহ্মসমাজের সভাপতি ছিলেন। ৩৫খানি গ্রন্থের রচয়িতা। সিটি কলেজের অধ্যক্ষ অমিয়কুমার তাঁর অগ্রজ।
  
 
----
 
----
 
তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।
 
তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।

০৩:৫৫, ২১ মার্চ ২০১৬ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

জন্ম ১৮ এপ্রিল ১৯০৫। মৃত্যু ১৭ আগস্ট ১৯৮৫। জন্মস্থান বাণীবন, হাওড়া। আদি পৈত্রিক নিবাস বরিশাল। পিতা অন্নদাচরণ ব্রাহ্ম ধর্ম গ্রহণ করায় বরিশাল থেকে চলে আসতে হয়। মাতা বসন্তকুমারী। বিশিষ্ট অধ্যাপক। দ্বিতীয় স্থান অধিকার করে ম্যাট্্িরক এবং পঞ্চম স্থান অধিকার করে আই.এ পরীক্ষায় উত্তীর্ণ হন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে প্রথম শ্রেনীতে প্রথম হয়ে বি.এ ও এম.এ এবং লন্ডন স্কুল অব ইকনমিক্স থেকে এম.এসসি. পাশ করেছেন। লন্ডনের ইনার টেম্পলের বার-অ্যাট-ল। প্রেসিডেন্সি কলেজে লেকচারার হিসাবে কাজ করে পরে কলকাতার সিটি কলেজে অধ্যাপকরূপে যোগদান করেন। ১৯৩৯ খ্রি. তাঁরই কর্মকুশলতায় মির্জাপুর স্ট্রিটে সিটি কলেজের কমার্স বিভাগ খোলা হয়। তাঁরই প্রচেষ্টায় পঞ্চাশের দশকে দক্ষিণ কলকাতায় একই বাড়িতে সিটি কলেজের তিনটি শাখা শিবনাথ শাস্ত্রী কলেজ, হেরম্বচন্দ্র কলেজ এবং প্রফুল্লচন্দ্র কলেজ খোলা হয়। ব্রাহ্ম সমাজের এডুকেশন সোসাইটির তিনি প্রাণপুরুষ ছিলেন। এই কলেজ তিনটি ব্রাহ্ম সমাজ কর্তৃক পরিচালিত। কলকাতা বিশ্ববিদ্যালয় তিন বছরের বি.কম-এর পাঠ্যসূচির তিনি রচয়িতা। স্নাতকোত্তর কমার্স কোর্সও তিনি গঠন করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেটের সভ্য ও সাধারন ব্রাহ্মসমাজের সভাপতি ছিলেন। ৩৫খানি গ্রন্থের রচয়িতা। সিটি কলেজের অধ্যক্ষ অমিয়কুমার তাঁর অগ্রজ।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।