অমিয়কুমার সেন

Barisalpedia থেকে

জন্ম ৭ আগস্ট ১৮৯৬। মৃত্যু ১৮জুলাই ১৯৮০। জন্মস্থান গুঠিয়া, বরিশাল। পিতা অন্নদাচরণ; মাতা বসন্তকুমারী। পিতা ব্রাহ্ম ধর্ম গ্রহণ করায় গোঁড়া হিন্দু সমাজের বিরূপতার সম্মুখীন হয়ে তাঁদের পরিবার হাওড়ায় উলুবেড়িয়ার বাণীবনে বসবাস করতে শুরু করেন। খ্যাতিমান অধ্যাপক। বারো বছর বয়স পর্যন্ত তাঁর পড়াশোনা বানিবনেই। ছাত্রাবস্থায় দারিদ্র্য ছিল তাঁর নিত্য সঙ্গী। ইংরেজি নিয়ে এম.এ পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন একটানা কুড়ি বছর। ১৯৪৫ খ্রিস্টাব্দে সিটি কলেজের অধ্যক্ষপদে যোগ দেন। ১৯৬১ খ্রি. পর্যন্ত তিনি সিটি কলেজের সঙ্গে যুক্ত থাকেন। কিছুদিন সিটি কলেজগোষ্ঠীর রেক্টরপদেও ছিলেন। বিশ্ববিদ্যালয় সিনেট, সিন্ডিকেট, অ্যাকাডেমিক কাউন্সিল এবং নানা শিক্ষা প্রতিষ্ঠানের তিনি সদস্য ছিলেন। স্কুল-কলেজে ইংরেজি পাঠ্যবিষয় নির্বাচনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি ব্রাহ্ম ধর্মে দীক্ষা নেন শিবনাথ শাস্ত্রীর কাছে (১৯১৮)। ব্রাক্ষসমাজের সক্রিয় কর্মী রূপে তিনি প্রশান্তচন্দ্র মহলানবীশ, প্রভাতচন্দ্র গঙ্গোপাধ্যায়, সুকুমার রায় প্রমুখের সঙ্গে নানা কাজে জড়িয়ে থাকতেন। কিছুদিন তিনি ব্রাহ্মসমাজের মুখপত্র ‘ইন্ডিয়ান মেসেঞ্জার’ পত্রিকার সম্পাদনা করেছিলেন। তাঁর রচিত গ্রন্থ: ‘স্টাডিজ ইন শেলী’ (১৯৩৬), ‘রাজা রামমোহন রায়: দি রিপ্রেসেন্টোটিভ ম্যান’, ‘তত্ত্ববোধিনী পত্রিকা অ্যান্ড দি বেঙ্গল রেনেসাঁ’, ‘আমাদের আদর্শ’, ‘বিজ্ঞান ও ধর্মবোধ’, ‘বরিশাল ব্রাহ্মসমাজের সংক্ষিপ্ত ইতিহাস’ প্রভৃতি। খ্যাতনামা অধ্যাপক অরুণকুমার সেন এবং ডাক্তার অনিলকুমার সেন তাঁর অনুজ। ছাত্রবৎসল অধ্যাপক তিনি নানাভাবে গরিব ও মেধাবী ছাত্রদের পাশে এসে দাঁড়াতেন।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।