অমিয়কুমার দাশগুপ্ত

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১১:২৩, ১৫ এপ্রিল ২০১৯ পর্যন্ত সংস্করণে ("অমিয়কুমার দাশগুপ্ত একজন আন্তর্জার্তিক খ্যাতিসম্পন্ন..." দিয়ে পাতা তৈরি)

অমিয়কুমার দাশগুপ্ত একজন আন্তর্জার্তিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট অর্থনীতিবিদ ও অধ্যাপক। বর্তমান আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামে ১৬ জুলাই ১৯০৩ সালে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা পার্বতীকুমার দাশগুপ্ত । মৃত্যু ১৪ জানুয়ারি ১৯৯২।

অমিয়কুমার গৈলা হাই স্কুল থেকে ১৯২০ খ্রি. ম্যাট্রিক ও বরিশাল ব্রজমোহন কলেজ থেকে আইএ পাশ করেন। লন্ডন বিশ্ববিদ্যালয়ের পিএইচ.ডি.। তাঁর দীর্ঘ শিক্ষকজীবনে তিনি কটক র‌্যাভেন্ শ কলেজে (১৯৪৬-৪৭), কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ে (১৯৪৭-৫৮), ইন্ডিয়ান স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজে (১৯৬১-৬৫) এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (১৯৭৬-৮১) অধ্যাপনা করেছেন। কেম্ব্রিজ এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক ছিলেন। এ ছাড়া আন্তর্জাতিক অর্থ-ভান্ডারের দক্ষিণ এশীয় বিভাগের প্রধান (১৯৫০-৫৩), ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লায়েড ইকনমিক রিসার্চের ডেপুটি ডিরেক্টর (১৯৫৮-৬১) এবং পাটনায় এ.এন. সিনহা ইনস্টিটিউট অফ সোশ্যাল স্টাডিজের ডিরেক্টর (১৯৬৫-৭১) হিসেবে কাজ করেছেন। লন্ডন স্কুল অফ ইকনমিক্সের ফেলো ও তৃতীয় বেতন কমিশনের সদস্য ছিলেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় তাঁকে ডি.লিট. উপাধি দ্বারা সম্মানিত করে। রচিত গ্রন্থ: ‘দি কনসেপশন অফ সারপ্লাস ইন থিয়োরেটিক্যাল ইকনমিক্স’, ‘ওয়ার অ্যান্ড পোস্ট-ওয়ার ইনফ্লেশন ইন ইন্ডিয়া’, ‘প্ল্যানিং অ্যান্ড ইকনমিক গ্রোথ’, ‘ইকনমিক্স অফ অস্টেরিটি’, ‘এ ঢিয়োরি অফ ওয়েজ পলিসি’, ‘ইপক অফ ইকনমিক থিয়োরি’ প্রভৃতি। শান্তিনিকেতনে মৃত্যু ১৪ জানুয়ারি ১৯৯২ সালে।

তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।