"অবলাকান্ত কর"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("জন্ম ১৮৯১। মৃত্যু ২ নভেম্বর ১৯৭৪। জন্মস্থান: গোবিন্দপুর,..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

০৩:৩৩, ২০ মার্চ ২০১৬ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

জন্ম ১৮৯১। মৃত্যু ২ নভেম্বর ১৯৭৪। জন্মস্থান: গোবিন্দপুর, বরিশাল। পিতা কৈলাসচন্দ্র। কৈশোরেই তিনি বরিশালের শঙ্কর মঠের স্বামী প্রজ্ঞানন্দের সংস্পর্শে আসেন এবং বিপ্লবী ‘যুগান্তর’ দলের সভ্য হন। ১৯১৫ খ্রিস্টাব্দে প্রথম ভারতরক্ষা আইনে গ্রেপ্তার হন। সর্বসাকুল্যে প্রায় ২৫ বছর কারাজীবন যাপন করেন। তার মধ্যে দেশবিভাগের পর পাকিস্তানের জেলে ছিলেন ৪ বছর। পরে ভারতে চলে আসেন। হোমিয়োপ্যাথিক চিকিৎসক হিসাবে তাঁর সুনাম ছিল।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।