"অন্নদাসুন্দরী ঘোষ"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("জন্ম: ১৮৭৩। মৃত্যু ২০ জুলাই ১৯৫০। জন্মস্থান: রামচন্দ্রপু..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

০৩:৩৩, ২০ মার্চ ২০১৬ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

জন্ম: ১৮৭৩। মৃত্যু ২০ জুলাই ১৯৫০। জন্মস্থান: রামচন্দ্রপুর, ঝালকাঠি, বরিশাল। পিতা মোহনচন্দ্র গুহ। স্বামী শিক্ষাবিদ ক্ষেত্রনাথ ঘোষ। ১৯/২০ বছর বয়সে কবিতা লেখা শুরু করেন। তাঁর ইতস্তত-বিক্ষিপ্ত কবিতাসমূহ তাঁর জ্যেষ্ঠপুত্র অধ্যাপক দেবপ্রসাদ ঘোষ সংগ্রহ করে ‘কবিতাবলী’ নামে একখানি গ্রন্থ প্রকাশ করেন ১৩৪৭ বঙ্গাব্দে। কবিতাগুলি সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত বিষয়ক, দেশপ্রীতিমূলক ও বিবিধ শ্রেণির অন্তর্ভুক্ত।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।