অনুশীলন সমিতি, বরিশাল

Barisalpedia থেকে

ইতালির স্বাধীনতা আন্দোলনের নেতা ম্যাজিনি ও গ্যারিবলডির পরিচালিত গারবোলারি সোসাইটি নামক গুপ্ত সমিতির আদর্শে যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ উত্তর কলকাতায় আখড়া আন্দোলনের অঙ্গ হিসেবে একটি শরীরচর্চা কেন্দ্র স্থাপন করেন। ১৯০৩ খৃৃস্টাব্দে প্রমথনাথ মিত্র ব্যারিষ্টার কলকাতায় আর একটি শরীরচর্চা কেন্দ্র প্রতিষ্ঠা করেন। আখড়ায় শরীর চর্চার নামে বিপ্লবীদের যুদ্ধবিদ্যা শিক্ষা দেয়া হতো। বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের অনুশীলন আদর্শে দলের নাম রাখা হয় অনুশীলন সমিতি। ১৯০৬ খৃৃস্টাব্দে অরবিন্দ ঘোষের ভাই বারীন ঘোষ ও পিএন মিত্র আলাদা হয়ে যান। বারীন ঘোষের দল যুগান্তর অফিসে বসে নীতি নির্ধারণ করতেন বলে দলের নাম হয় ‘যুগান্তর দল’। বরিশালে ‘অনুশীলন’ ও ‘যুগান্তর’ উভয় দলের শাখা ছিল।

বরিশাল অনুশীলন দলের প্রধান সংগঠক ছিলেন দেবেন্দ্রনাথ ঘোষ, গোপাল কৃষ্ণ মুখোপাধ্যায় ও যতীন্দ্রনাথ রায়। গোপাল, যতীন ও দেবেন বরিশালের যুবকদের মধ্যে বিপ্লবের আগুন জ্বালিয়ে দেন। দেবেন্দ্রনাথ ঘোষ দেবেনদা নামে পরিচিত। গোপাল কৃষ্ণ ১৮৯৩ খৃৃস্টাব্দে লাখুটিয়ার রায়ের বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ব্রজমোহন বিদ্যালয়ের ছাত্র। তিনি দেবেনদার সাথে একই সময় অনুশীলনের সভ্য হন। যতীন্দ্রনাথ রায় ওরফে ফেগু রায় নলছিটি থানার কুশঙ্গলে জন্মগ্রহণ করেন। তিনি দেবেন ঘোষ ও গোপালের সাথে অনুশীলন সমিতির কাজ চালাতে থাকেন। সতীশ চন্দ্র ও নরেন্দ্র মোহনের চেষ্টায় গুপ্ত সমিতি বরিশাল, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রামে গড়ে ওঠে।


তথ্যসূত্র: সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।