অনুশীলন দলের বরিশালের সদস্যরা

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১০:০২, ১৬ জুলাই ২০২০ পর্যন্ত সংস্করণে (" == অনুশীলন দলের বরিশালের সদস্যরা == ১। দেবেন্দ্রনাথ ঘোষ কা..." দিয়ে পাতা তৈরি)

অনুশীলন দলের বরিশালের সদস্যরা

১। দেবেন্দ্রনাথ ঘোষ কাউনিয়া, বরিশাল ২৪ বছর কারাবাস করেছেন ২। যতীন্দ্র নাথ রায় (ফেগু রায়) কুশঙ্গল ২৪ বছর কারাবাস করেছেন ৩। গোপাল কৃষ্ণ মুখোপাধ্যায় লাখুটিয়া ১১ বছর কারাবাস করেছেন ৪। দেব কুমার ঘোষ (মনা ঘোষ) কাউনিয়া ১৫ বছর কারাবাস করেছেন ৫। তারা গুপ্ত শিকারপুর, উজিরপুর ১২ বছর কারাবাস করেছেন ৬। কুমুদ গুহঠাকুরতা বানারীপাড়া ১২ বছর কারাবাস করেছেন ৭। নরেন্দ্র নাথ দাশ স্বরূপকাঠি ১৪ বছর কারাবাস করেছেন ৮। তীর্থ রঞ্জন চক্রবর্তী নারায়ণপুর ১২ বছর কারাবাস করেছেন ৯। প্রিয় রঞ্জন দাশগুপ্ত শোলক ১১ বছর কারাবাস করেছেন ১০। যোগেশ মজুমদার শহর ১০ বছর কারাবাস করেছেন ১১। নিরঞ্জন সেন নারায়ণপুর ১০ বছর কারাবাস করেছেন ১২। নিশিকান্ত পাইন ছবিপুর ১০ বছর কারাবাস করেছেন ১৩। প্রিয়লাল সরকার মহিষালী ১০ বছর কারাবাস করেছেন ১৪। নলিনী সেন খলিসাকোটা, বানারীপাড়া ১০ বছর কারাবাস করেছেন ১৫। দিলীপ দত্ত কুশাঙ্গল, নলছিটি ১০ বছর কারাবাস করেছেন ১৬। প্রবোধ দাশগুপ্ত গৈলা ১৭। কুঞ্জলাল ঘোষ কাউনিয়া ১৮। চÐীচরণ বসু দেহেরগতি, বাবুগঞ্জ ১৯। শচীন্দ্র গুহঠাকুরতা বানারীপাড়া ২০। মনীন্দ্র গুহঠাকুরতা বানারীপাড়া ২১। ধীরেশ রায় বানারীপাড়া ২২। শান্তিসুধা ঘোষ শহর ২৩। জগদীশ চ্যাটার্জী ঝালকাঠি ২৪। রঞ্জন সরকার ঝালকাঠি ২৫। সুরেশ সমাদ্দার সমুদয়কাঠি, স্বরূপকাঠি ২৬। শাহজাহান চৌধুরী শহর ২৭। শাহ আলম চৌধুরী সৈয়দেরগাঁও, মুলাদী ২৮। নূরুল ইসলাম খান সুলতান শহর ২৯। কালাচাঁদ শর্মা শহর ৩০। দিবাকর মুখার্জী ফয়রা ৩১। শান্তি মিত্র আঙ্গারিয়া ৩২। হরিপদ সেন শহর ৩৩। ক্ষিরোদ দত্ত পিরোজপুর ৩৪। কেশক চাটার্জী কাশিপুর ৩৫। মুকুন্দ চক্রবর্তী গাভা ৩৬। কিশোর সেন ভোলা ৩৭। সুধীর কুমার দত্ত পিরোজপুর ৩৮। মনিরয় বানারীপাড়া ৩৯। বাণী রায় বানারীপাড়া ৪০। মুজিবর রহমান চৌধুরী দাদপুর, হিজলা ৪১। নিশিকান্ত বসু কাশিপুর ৪২। বীরেন ঘোষ কাশিপুর ৪৩। জিতেন সিংহ লতা ৪৪। মনোরঞ্জন পুততুÐ বামরাইল ৪৫। শচীন সাহা বামরাইল ৪৬। অতুল সাহা বামরাইল ৪৭। দানু বসু বামরাইল ৪৮। রাখাল সেন বামরাইল ৪৯। নিরঞ্জন ঘোষাল বামরাইল ৫০। হরিপদ নাথ বামরাইল ৫১। ধীরেন ঘোষ বামরাইল ৫২। কালাচাঁদ ঘোষ বামরাইল ৫৩। গোপাল মুখোপাধ্যায় বামরাইল ৫৪। যোগেশ মজুমদার বামরাইল ৫৫। বিজয়কৃষ্ণ পাল চৌধুরী ঝালকাঠি ৫৬। রামচন্দ্র দাশ ঝালকাঠি ৫৭। নরেন সেন ঝালকাঠি ৫৮। সুশীল ঘোষ ঝালকাঠি ৫৯। শশাঙ্ক মুখোপাধ্যায় কলসকাঠি ৬০। মতিলাল চক্রবর্তী বাটাজোড় ৬১। যতীন রাজা মাধবপাশা ৬২। নিরঞ্জন সেন নারায়ণপুর

উপরের কয়েকজন বিপ্লবীর নাম উল্লেখ করা হলো। বাকেরগঞ্জ জেলার শত শত ছাত্র-যুবক যুগান্তর ও অনুশীলন দলের সদস্য ছিলেন এবং প্রায় ৫০০ বিপ্লবী ইংরেজ সরকারের নির্মম অত্যাচারের শিকার হন।



তথ্যসূত্র: সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।