অনন্তপাড়ার বৌদ্ধ মন্দির, খেপুপাড়া

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৩:৩২, ২০ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("সতেরশ পঁচাশি সালের দিকে প্রতিবেশী রাষ্ট্রের বর্মি রাজাদ..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

সতেরশ পঁচাশি সালের দিকে প্রতিবেশী রাষ্ট্রের বর্মি রাজাদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়া এক বিশাল সংখ্যক ভাগ্যাহত রাখাইন পরিবার আরাকান থেকে নিজেদের অস্তিত্ব রক্ষার নিমিত্তে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে। তাদেরই এক অংশ বৃহত্তর বরিশালের উপকূলীয় অঞ্চল অর্থাৎ গলাচিপা, খেপুপাড়া ইত্যাদি অঞ্চলে বসতি স্থাপন করে। স্থায়ীভাবে বসতি স্থাপনের পরবর্তী পর্যায়ে পটুয়াখালী জেলার দক্ষিণপ্রান্তে সাগর সংলগ্ন খেপুপাড়া অঞ্চলের অনন্তপাড়ায় ম্রা চা চৌধুরী নামের জনৈক ধনাঢ্য ব্যক্তি আপন সম্প্রদায়ের জন্য সর্বপ্রথম প্যাগোডা বা জেদী বা বৌদ্ধ মন্দির নির্মাণ করেন। তৎকালীন সময়ে এই অঞ্চলের বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইন সম্প্রদায়ের মধ্যে অনন্তপাড়ার জেদী বা প্যাগোডার ব্যাপক পরিচিতি ছিলো । বর্তমান সময়ে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে কয়েক কিলোমিটার পূর্বে অনন্তপাড়ায় ঐতিহাসিক এই প্যাগোডা বা জেদীটির অবস্থান।


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।