অনন্তকুমার সেন

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৩:৩১, ২০ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("জন্ম: ১৬ জুলাই ১৮৮৮। মৃত্যু: ১৫ অক্টোবর ১৯৩৫। জন্মস্থান ম..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

জন্ম: ১৬ জুলাই ১৮৮৮। মৃত্যু: ১৫ অক্টোবর ১৯৩৫। জন্মস্থান মাহিলারা, বরিশাল। পিতা মদনমোহন। মহাত্মা অশ্বিনীকুমারের অনুগামী সংগঠক ও আদর্শ শিক্ষক। সরকারি চাকরি প্রত্যাখ্যান করে প্রধানশিক্ষকরূপে শিক্ষাপ্রসারে ব্রতী হন এবং অবিভক্ত বাংলার বিভিন্ন জেলায় বহু স্কুল স্থাপন করেন। ‘অমৃত সমাজ’, ‘বরিশাল ন্যাশনাল স্কুল’, ‘বরিশাল সেবাসমিতি’ প্রভৃতি সংস্থার এবং দৈনিক ‘কেশরী’ পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। তাঁর সংকলিত পুস্তক ‘স্বরাজগীতা’ এককালে ছাত্রদের মনে জাতীয়তাবোধ ও স্বদেশপ্রেম উদ্বোধনে নিত্যপাঠ্য সহায়িকারূপে সমাদৃত ছিল। শেষ পর্যন্ত ইংরেজ সরকার কতৃর্ক পুস্তকখানি বাজেয়াপ্ত হয়। মহাত্মা গান্ধীর প্রেরণায় অসহযোগ আন্দোলনেও অংশগ্রহণ করেছিলেন।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।