অনন্তকুমার চক্রবর্তী (ওরফে ভোলাদা)

Barisalpedia থেকে

জন্ম ১৫ এপ্রিল ১৯০১। মৃত্যু ৫ জুন ১৯৭৯। জন্মস্থান: রাকুদিয়া, বরিশাল। পিতা চন্দ্রমণি দেবশর্মণ। তাঁর রাজনৈতিক জীবনের শুরু ১৪বছর বয়সে বরিশাল শঙ্কর মঠ ও যুগান্তর দলের মাধ্যমে। প্রথমে দৌলতপুর সত্যাশ্রমে ও পরে কলকাতার এক অরফ্যানিজের তত্ত্বাবধায়ক হয়ে কিছুকাল অতিবাহিত করেন। ক্রমে দক্ষিণেশ্বর বিপ্লবীগোষ্ঠীর (জবফ ইবহমধষ চধৎঃু) সঙ্গে তাঁর পরিচয় ঘটে। ১৯২৫ খ্রি. দক্ষিণেশ্বর ষড়যন্ত্র মামলায় গেপ্তার হয়ে ৫ বছর সশ্রম কারাদ-ে দ-িত হয়। ১৯২৬ খ্রি. জেলের মধ্যে পুলিশ সুপারিনটেন্ডেন্ট ভূপেন চ্যাটার্জি নিহত হলে সেই কেসÑএ তাঁর শাস্তি হয় ১০ বছরের দ্বীপান্তর। এই সূত্রে বর্মার বিভিন্ন জেলে ৬ বছর ও ১৯৩৩ খ্রি. থেকে ১৯৩৮ খ্রি. আন্দামান জেলে কাটে। ১৯৩৮ খ্রি. মুক্তির পরে সক্রিয় রাজনীতি থেকে সরে আসেন।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।