অধীর চক্রবর্তী

Barisalpedia থেকে

অধীর চক্রবর্তী পশ্চিমবঙ্গের বামফন্ট মন্ত্রীসভায় মুখ্যমন্ত্রীর সংবাদ সংক্রান্ত উপদেষ্টা ছিলেন। তাঁর জন্ম বরিশালে ১৯১৯ সালে। মৃত্যু ১৬ অক্টোবর ১৯৮৭।

ছাত্রজীবনে স্বাধীনতা আন্দোলনে যুক্ত ছিলেন। পরে সর্বক্ষণের কর্মী হিসেবে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। দলীয় মুখপত্র ‘স্বাধীনতা’য় সাংবাদিকতা শুরু করে ক্রমে তার প্রধান রিপোর্টার হয়েছিলেন। ১৯৬৪ খ্রিস্টাব্দে পার্টি দ্বিধাবিভক্ত হলে তিনি সি.পি.আই.(এম.) দলভুক্ত হন এবং ‘বসুমতী’ পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে যোগ দেন। ১৯৭২ খ্রিস্টাব্দে ‘সত্যযুগ’ পত্রিকার দায়িত্বে ছিলেন। ১৯৭৭ খ্রি. বামফন্ট মন্ত্রীসভা গঠিত হলে তিনি মুখ্যমন্ত্রীর সংবাদ-সংক্রান্ত উপদেষ্টা নিযুক্ত হন।



তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।