অঞ্জলি বসু

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৩:৩০, ২০ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("জন্ম ২৭ সেপ্টেম্বর ১৯২৪। মৃত্যু ৫ নভেম্বর ১৯৮১। পিতা নরে..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

জন্ম ২৭ সেপ্টেম্বর ১৯২৪। মৃত্যু ৫ নভেম্বর ১৯৮১। পিতা নরেন্দ্রনাথ সরকার। স্বামী নির্মল বসু। ১৯৪৫ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এম.এ পাশ করেন। সাংবাদিকতায় ডিপ্লোমাপ্রাপ্ত ছিলেন। ১৯৬২ থেকে ১৯৮১ খ্রি. পর্যন্ত তিনি পশ্চিম বঙ্গের রাজ্য সমাজ কল্যাণ দপ্তরে কর্মরত ছিলেন। কয়েকটি মহিলা শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। বিভিন্ন পত্রপত্রিকায় নানা বিষয়ে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। ‘মহিলা মহল’ পত্রিকার তিনি প্রতিষ্ঠাত্রী সম্পাদিকা। ‘শ্রীময়ী’ পত্রিকার সঙ্গেও তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। রচিত গ্রন্থ: ‘এক রাতের কাহিনী’, ‘জাভার দ্বীপ’ প্রভৃতি।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।