অগ্রদূত

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১১:৩৪, ১৯ অক্টোবর ২০২০ পর্যন্ত সংস্করণে ("‘অগ্রদূত’ ১৯৫৩ সালে বরিশাল থেকে প্রকাশিত একটি পত্রিকা।..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

‘অগ্রদূত’ ১৯৫৩ সালে বরিশাল থেকে প্রকাশিত একটি পত্রিকা। রফিকুল ইসলাম ডিক্লারেশন ব্যতীত ‘অগ্রদূত’ নামে পত্রিকাটি প্রকাশ করেন। পত্রিকাটি মুসলিম লীগের বিরুদ্ধ মতাবলম্বী ছিল বলে প্রেস-এ্যাক্টে পড়ে। ১৯৫৪ সালে মুসলিমলীগ নির্বাচনে পরাজিত হলে মামলাটি আর চলেনি।


তথ্যসূত্র: তপংকর চক্রবর্তী। বরিশালের সংবাদ ও সাময়িকপত্র। বাংলা একাডেমি, ২০০১।