"অগ্নিকুমার মণ্ডল"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("জন্ম: ১৮৯৫। মৃত্যু: ২০ ডিসেম্বর ১৯৫১। আদি নিবাস পিরোজপুর।..." দিয়ে পাতা তৈরি)
(কোন পার্থক্য নেই)

০০:৪২, ২০ মার্চ ২০১৬ তারিখের সংস্করণ

জন্ম: ১৮৯৫। মৃত্যু: ২০ ডিসেম্বর ১৯৫১। আদি নিবাস পিরোজপুর। পিতা দুর্গাচরণ; মাতা রাজলক্ষ্মী। দরিদ্র নম:শূদ্র পরিবারে জন্ম। রায়েরকাঠি উচ্চ বিদ্যালয় থেকে ১৯১২ খ্রি. প্রবেশিকা পাশ করে কালীশচন্দ্র ন্যায়শাস্ত্রীর বাড়ির টোলে সংস্কৃত পড়েন। পরে মোক্তারি পরীক্ষায় পাশ করে পিরোজপুর কোর্টে আইন ব্যবসাায় শুরু করেন। ১৯৩৭ খ্রি. তিনি হিন্দু মহাসভায় যোগ দিয়ে ক্রমে বঙ্গীয় প্রাদেশিক কার্যকরী সমিতির সদস্যপদ লাভ করেন। স্বীয় তফশিলি সমাজের উন্নতি সাধনে ব্রতী ছিলেন। নারীজাতির মুক্তির জন্য তিনি বিধবাবিবাহ আন্দোলন শুরু করেন। বিধবাবিবাহের পক্ষে প্রচারের উদ্দেশ্যে পুস্তক রচনা করে বিনামূল্যে বিতরণ করেছেন। বড়ো বড়ো মেলায় তিনি গণ বিধবাবিবাহের ব্যবস্থা করতেন। ১৯৪২ খ্রিস্টাব্দে হিন্দু মহাসভার আহ্বানে পাকিস্তান-বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন। ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারত বিভাগের পর তিনি পিরোজপুরেই থেকে যান। ১৯৫০ খ্রিস্টাব্দে তিনি পূর্ব-পাকিস্তানের কারাগারে সাত মাস বন্দি ছিলেন। পরে জন্মভূমি ছেড়ে সপরিবারে তিনি নদিয়ার বাদকুল্লায় বসবাস শুরু করেন। ড. শ্যামাপ্রসাদ মুখার্জির আহ্বানে ‘জনসংঘে’ যোগ দেন।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।