দ্বাদশ শিবমন্দির, শোলক, উজিরপুর

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:২৩, ২৩ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

দক্ষিণ বঙ্গের প্রাচীন বাঙ্গরোড়া নামের অঞ্চলটি অর্থাৎ গৌরনদীর গৈলা, ফুল্লশ্রী, বাটাজোড়, মাহিলারা এবং শোলক নামের গ্রামগুলির সমন্বয়ে গঠিত ছিলো বলে অনেক ঐতিহাসিকের মত। জমিদার হিসেবে এ অঞ্চলের শোলকের মজুদার পরিবার বিখ্যাত। এই পবিরারের আদি পুরুষ রাম সেন নবাবের অধীনে সৈনিক হিসেবে বর্গি দমনে বিশেষ কৃতিত্ব প্রদর্শন করে সুন্দরবন এলাকায় জমিদারী লাভ করেন। পরবর্তী সময়ে তারা বরিশালের বুখাইনগর এলাকায় বসতি স্থাপন করেন। শোলকের মজুদার পরিবারের আদি পুরুষ রাম সেনের পুত্র রাম গোবিন্দ নবাবদের নিকট থেকে রাজা উপাধি প্রাপ্ত হন এবং মলুয়ারাজ নামের নবাবের এক তহসীলদারের সহায়তায় শোলকে আগমণ করেন। শোলকে আগমণ করার পর রাজা রামগোবিন্দের প্রপৌত্র ভবানীশঙ্কর এই স্থানে এই দ্বাদশ শিবমন্দির নির্মাণ করেন। উল্লেখ করা যেতে পারে বাংলা সাহিত্য সমালোচনায় জীবিত কিংবদন্তী জহর সেনমজুমদার এই পরিবারের অধস্তন পুরুষ।

Image 26.jpg


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।