সৈয়দপুর পরগণা

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৯:৫৮, ২৭ মার্চ ২০১৯ পর্যন্ত সংস্করণে

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

বৃহত্তর বরিশালের অধীন সৈয়দপুর পরগনা মঠবাড়িয়া ও ভাণ্ডারিয়ার অন্তর্গত ছিল। পোনাবালিয়ার চৌধুরীরা এ পরগণার মালিক ছিল। কোম্পানির কানুনগো ভগীরথ সিংহের ষড়যন্ত্রের ফলে ঢাকার লাল মিত্রজিত ও বিরজা রতন সৈয়দপুর পরগণার মালিক হন। জনৈক সৈয়দ ফকির এ পরগণা প্রথম আবাদ করেন। তাই নাম হয় সৈয়দপুর। এ পরগণা থেকে বিচ্ছিন্ন করে পরবর্তীতে তুষখালী ষ্টেট গঠিত হয়।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।