"বুজুর্গ উমেদপুর জেলা"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("বাকেরগঞ্জের সহকারী কালেক্টর ও সুন্দরবন কমিশনার মিঃ লজের..." দিয়ে পাতা তৈরি)
 
 
১ নং লাইন: ১ নং লাইন:
বাকেরগঞ্জের সহকারী কালেক্টর ও সুন্দরবন কমিশনার মিঃ লজের ১৭৮৬ খ্রিস্টাব্দের ১২ আগষ্টের এক পত্রে দেখা যায় চন্দ্রদ্বীপ, সেলিমাবাদ, ফাজরাবাদ, সৈয়দপুর, আওরঙ্গপুর এবং আজিমপুর পরগণা নিয়ে বুজুর্গ উমেদপুর জেলা গঠিত ছিল। কিন্তু বুজুর্গ উমেদপুর জেলা কখন গঠন করা হয় তার কোন সঠিক তথ্য নেই। রাজস্ব আদায়ের জন্য সারা বাংলাদেশকে ১৭৮১ খ্রিঃ ৩৫টি জেলায় ভাগ করা হয়। কুব সম্ভব এ সময় বর্তমান বাকেরগঞ্জ-পটুয়াখালী নিয়ে বুজুর্গ উমেদপুর জেলা গঠন করা হয়। পুরনো কাগজপত্রে বুজুর্গ উমেদপুর ও বারৈকরণ জেলার উল্লেখ আছে। বুজুর্গ উমেদপুরের দপ্তর ছিল বারৈকরণে। তাই অনেক সময় বারৈকরণকে জেলা বলা হতো। বুজুগ উমেদুর জেলা ছিল না। বাকেরগঞ্জ ঢাকা থেকে দূরে। তাই রাজস্ব আদায়ের জন্য ১৭৮১ খ্রিঃ বুজুর্গ উমেদপুর জেলা গঠন করা হয়। ১৭৮৭ খ্রিঃ জেলার সংখ্যা কমিয়ে ২৩টি জেলা করা হয় এবং বুজুর্গ উমেদপুর জেলাকে ঢাকা কালেক্টরের অন্তর্ভূক্ত করা হয়। মিঃ লজ বুজুর্গ উমেদপুর জেলার কালেক্টর ছিলেন। প্রকৃতপক্ষে তিনি সহকারী কালেক্টর ছিলেন। ঢাকার কালেক্টর মিঃ ডে বুজুর্গ উমেদপুর বা বাকেরগঞ্জের কালেক্টর ছিলেন। ১৭৮৭ খ্রিঃ বুজুর্গ উমেদপুর জেলা বিলুপ্ত ঘোষণা করা হলেও সহকারী কালেক্টরের পদ উঠিয়ে দেয়া হয়নি।
+
বাকেরগঞ্জের সহকারী কালেক্টর ও সুন্দরবন কমিশনার মিঃ লজের ১৭৮৬ খ্রিস্টাব্দের ১২ আগষ্টের এক পত্রে দেখা যায় চন্দ্রদ্বীপ, সেলিমাবাদ, ফাজরাবাদ, সৈয়দপুর, আওরঙ্গপুর এবং আজিমপুর পরগণা নিয়ে বুজুর্গ উমেদপুর জেলা গঠিত ছিল। কিন্তু বুজুর্গ উমেদপুর জেলা কখন গঠন করা হয় তার কোন সঠিক তথ্য আমাদের কাছে নেই। রাজস্ব আদায়ের জন্য সারা বাংলাদেশকে ১৭৮১ খৃৃস্টাব্দে ৩৫টি জেলায় ভাগ করা হয়। খুব সম্ভব এ সময় বর্তমান বাকেরগঞ্জ-পটুয়াখালী নিয়ে বুজুর্গ উমেদপুর জেলা গঠন করা হয়। পুরনো কাগজপত্রে বুজুর্গ উমেদপুর ও বারৈকরণ জেলার উল্লেখ আছে। বুজুর্গ উমেদপুরের দপ্তর ছিল বারৈকরণে। তাই অনেক সময় বারৈকরণকে জেলা বলা হতো। রাজস্ব আদায়ের জন্য ১৭৮১ খৃৃস্টাব্দে বুজুর্গ উমেদপুর জেলা গঠন করা হয় বলে অনুমিত হয়। ১৭৮৭ খৃৃস্টাব্দে জেলার সংখ্যা কমিয়ে ২৩টি জেলা করা হয় এবং বুজুর্গ উমেদপুর জেলাকে ঢাকা কালেক্টরের অন্তর্ভূক্ত করা হয়। মি. লজ বুজুর্গ উমেদপুর জেলার কালেক্টর ছিলেন। প্রকৃতপক্ষে তিনি সহকারী কালেক্টর ছিলেন। ঢাকার কালেক্টর মি. ডে বুজুর্গ উমেদপুর বা বাকেরগঞ্জের কালেক্টর ছিলেন। ১৭৮৭ খৃৃস্টাব্দে বুজুর্গ উমেদপুর জেলা বিলুপ্ত ঘোষণা করা হলেও সহকারী কালেক্টরের পদ উঠিয়ে দেয়া হয়নি।
  
  
== তথ্য নির্দেশ ==
+
----
  
১। The District of Bakerganj, Page 275
+
তথ্য সূত্র: ১। The District of Bakerganj, Page 275

০৯:৫৬, ১ নভেম্বর ২০১৭ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

বাকেরগঞ্জের সহকারী কালেক্টর ও সুন্দরবন কমিশনার মিঃ লজের ১৭৮৬ খ্রিস্টাব্দের ১২ আগষ্টের এক পত্রে দেখা যায় চন্দ্রদ্বীপ, সেলিমাবাদ, ফাজরাবাদ, সৈয়দপুর, আওরঙ্গপুর এবং আজিমপুর পরগণা নিয়ে বুজুর্গ উমেদপুর জেলা গঠিত ছিল। কিন্তু বুজুর্গ উমেদপুর জেলা কখন গঠন করা হয় তার কোন সঠিক তথ্য আমাদের কাছে নেই। রাজস্ব আদায়ের জন্য সারা বাংলাদেশকে ১৭৮১ খৃৃস্টাব্দে ৩৫টি জেলায় ভাগ করা হয়। খুব সম্ভব এ সময় বর্তমান বাকেরগঞ্জ-পটুয়াখালী নিয়ে বুজুর্গ উমেদপুর জেলা গঠন করা হয়। পুরনো কাগজপত্রে বুজুর্গ উমেদপুর ও বারৈকরণ জেলার উল্লেখ আছে। বুজুর্গ উমেদপুরের দপ্তর ছিল বারৈকরণে। তাই অনেক সময় বারৈকরণকে জেলা বলা হতো। রাজস্ব আদায়ের জন্য ১৭৮১ খৃৃস্টাব্দে বুজুর্গ উমেদপুর জেলা গঠন করা হয় বলে অনুমিত হয়। ১৭৮৭ খৃৃস্টাব্দে জেলার সংখ্যা কমিয়ে ২৩টি জেলা করা হয় এবং বুজুর্গ উমেদপুর জেলাকে ঢাকা কালেক্টরের অন্তর্ভূক্ত করা হয়। মি. লজ বুজুর্গ উমেদপুর জেলার কালেক্টর ছিলেন। প্রকৃতপক্ষে তিনি সহকারী কালেক্টর ছিলেন। ঢাকার কালেক্টর মি. ডে বুজুর্গ উমেদপুর বা বাকেরগঞ্জের কালেক্টর ছিলেন। ১৭৮৭ খৃৃস্টাব্দে বুজুর্গ উমেদপুর জেলা বিলুপ্ত ঘোষণা করা হলেও সহকারী কালেক্টরের পদ উঠিয়ে দেয়া হয়নি।



তথ্য সূত্র: ১। The District of Bakerganj, Page 275