বুজুর্গ উমেদপুরের জমিদার রাজবল্লভ পরিবার

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১০:১৮, ১৩ জুন ২০১৮ পর্যন্ত সংস্করণে ("১৭৫৩ খৃৃস্টাব্দে আগাবাকের নিহত হলে রাজবল্লভ বুজুর্গ উমে..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

১৭৫৩ খৃৃস্টাব্দে আগাবাকের নিহত হলে রাজবল্লভ বুজুর্গ উমেদপুর দখল করে নেন। রাজবল্লভের প্রথম কাছারি ছিল বারৈকরণে। তার পুত্র গোপাল কৃষ্ণ ঝালকাঠির সুতালরীতে কাছারি প্রতিষ্ঠা করেন। ১৭৮৭ খ্রিস্টাব্দের ৬ জুন গোপাল কৃষ্ণের মৃত্যু হয়। গোপাল কৃষ্ণের মৃত্যুর পর তাঁর পুত্র পীতাম্বর সেন জমিদারী পরিচালনা করেন। তার সময় উত্তরাধিকারীদের মধ্যে বিবাদ শুরু হয়। ১৭৯৯ খ্রিস্টাব্দের ১০ জানুয়ারি কালেক্টর মিঃ মেসি সরকারের পক্ষে বুজুর্গ উমেদপুর পরগণা নিলামে ক্রয় করেন। ১৮০১ খৃৃস্টাব্দে জমিদারী বিক্রির পর অধীনস্থ তালুকগুলো বিক্রি হয়। তখন তালুকের সংখ্যা ছিল ৫৯৪টি। ১৮৭৬ খৃৃস্টাব্দে পৃথক তালুকের সংখ্যা ছিল ৪০৭টি এবং রাজস্ব ছিল ২,৬৫,৮৯৫ টাকা।

রাজা রাজবল্লভের বংশ লতিকা: বেদগর্ভ সেনের দুই পুত্র নীলকণ্ঠ ও শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের পুত্র নরসিংহ, তাঁর পুত্র রামগোবিন্দ, তাঁর পুত্র কৃষ্ণ জীবন, তাঁর পুত্র রাজা রাজবল্লভ। রাজা রাজবল্লভের ৭ ছেলে রাম দাশ, কৃষ্ণ দাশ, গঙ্গা দাশ, রতন কৃষ্ণ, গোপালকৃষ্ণ, রাধামোহন ও কেবলরাম। রাম দাশের পুত্র কেবল কৃষ্ণ। কৃষ্ণ দাশের পুত্র রাজকৃষ্ণ, তাঁর পুত্র নবকৃষ্ণ। গঙ্গা দাশের পুত্র কালী শঙ্কর। গোপালকৃষ্ণের পুত্র পীতাম্বর।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।