বরিশাল কোতোয়ালী থানার শহীদ মুক্তিযোদ্ধাগণ

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১২:১১, ২৫ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("বরিশাল কোতোয়ালী থানার শহীদ মুক্তিযোদ্ধাগণের একটি অসম্..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

বরিশাল কোতোয়ালী থানার শহীদ মুক্তিযোদ্ধাগণের একটি অসম্পূর্ণ তালিকা এরূপ: ১. শরীফ নুরুল হুদা, অধ্যাপক, ইহিতাস বিভাগ, বিএম কলেজ। ২. আবদুল হালিম বরিশাল শহর, অধ্যাপক, ইতিহাস, ঝিনাইদহ ক্যাডেট কলেজ। ৩. সুনীল কুমার চক্রবর্তী, বরিশাল শহর, অধ্যাপক কারমাইকেল কলেজ রংপুর। ৪. রফিকুল ইসলাম, বগুড়া রোড, অধ্যাপক, দর্শনা কলেজ। ৫. এডভোকেট সুধীর কুমার চক্রবর্তী। ৬. এডভোকেট জিতেন্দ্রলাল দত্ত, বরিশাল বার। ৭. সৈয়দ নজরুল ইসলাম, দক্ষিণ আলেকান্দা, বিপ্লবী ছাত্র ইউনিয়ন নেতা। ৮. এসএম আলমগীর, আলেকান্দা, ছাত্রলীগ নেতা। ৯. কাজী আজিজুল ইসলাম (কুমিল্লা), অতিরিক্ত জেলা প্রশাসক বরিশাল। ১০. গোলাম হোসেন (ফরিদপুর), অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল। ১১. বিদ্যাসাগর বন্দোপাধ্যায়, ছাত্র, গোরাচাঁদ রোড। ১২. মুজিবুর রহমান কাঞ্চন, আওয়ামী লীগ, শ্রীনাথ লেইন। ১৩. ডাঃ বংশীবিহারী চক্রবর্তী, এমবি দপ্তর সম্পাদক, আয়ামী লীগ, বগুড়া রোড, পটুয়াখালীতে নিহত। ১৪. মোহাম্মদ জোবায়ের টিপু, কলেজ রোড, ১১ ডিসেম্বর রায়েন্দা যুদ্ধে শহীদ। ১৫. মোস্তাক হোসেন ছেন্টু, পেশকারবাড়ি, ৭ ডিসেম্বর বাকেরগঞ্জ যুদ্ধে নিহত। ১৬. একেএম শাহ আলম, কাউনিয়া, এয়ারম্যান, বগুড়ায় ২৭ মার্চ নিহত। ১৭. শাহজাহান, গোরস্তান রোড, খুলনায় সম্মুখ যুদ্ধে শহীদ। ১৮. রনজিত কুমার বসু, নতুনবাজার। ১৯. প্রফুল্ল কুমার সেনগুপ্ত, ওভারসিয়ার, জেলা বোর্ড। ২০. ফ্লাইড সার্জেন্ট আবদুল ওয়াজেদ তালুকদার, বাংলাবাজার। ২১. আবদুস শুকুর, আমানতগঞ্জ। ২২. আবদুল গফুর, আমানতগঞ্জ। ২৩. শাহাবুদ্দিন তপন, ছাত্র, আমবাগান। ২৪. মোতাহার খলিফা, পূর্ব বগুড়া রোড। ২৫. সুবীর দত্ত (পান্ত), ছাত্র, আগরপুর রোড। ২৬. কেশব নায়ায়ণ ভট্ট্রাচার্য, হাসপাতাল রোড। ২৭. মনীন্দ্রনাথ হালদার, ফকিরবাড়ি রোড। ২৮. বাবুল চন্দ্র মুখার্জী, কাশীপুর। ২৯. কালীনাথ মিস্ত্রি, কাঠপট্টি। ৩০. সীমা গুপ্ত, শংকরমঠ। ৩১. জালালউদ্দিন, চরবাড়িয়া। ৩২. লাল বরু। ৩৩. আবদুল ওহাব। ৩৪. আনোয়ার হোসেন, চরবাড়িয়া। ৩৫. নিরোধ বরুণ চক্রবর্তী, কাউনিয়া। ৩৬. শতীশ চন্দ্র গাঙ্গুলী, চরবাড়িয়া। ৩৭. তপন কুমার দে। ৩৮. মধুসুদন কর। ৩৯. সেকান্দর আলী হাওলাদার। ৪০. শেখ আবদুল মজিদ, কাউনিয়া। ৪১. দীলিপ চন্দ্র মন্ডল। ৪২. বালা দাস, স’ রোড। ৪৩. দীলিপ কুমার সরকার, হাটখোলা। ৪৪. দীপালী রায়, হাটখোলা। ৪৫. জগদীশ চন্দ্র রায়, হাটখোলা। ৪৬. সুরেন্দ্রনাথ দত্ত। ৪৭. তামিলি বালা দাস, স’ রোড। ৪৯. মুকুন্দনাথ সিকদার, সাগরদী। ৫০. ক্ষিরোদ সাহা, সাগরদী। ৫১. সুকুমার রঞ্জন গুপ্ত, হসপিটাল রোড। ৫২. চপলা দেবী, ঝাউতলা। ৫৩. শংকর কুমার সাহা, ভাটিখানা। ৫৪. ব্রজেন্দ্রনাথ সাহা, ভাটিখানা। ৫৫. নারায়নচন্দ্র সাহা, ভাটিখানা। ৫৬. ঠাাকুর দাস সাহা, ভাটিখানা। ৫৭. গণি হাওলাদার, মগরপাড়া। ৫৮. মীর আবদুস সেলিম, সায়োস্তাবাদ। ৫৯. আঃ রাজ্জাক হাওলাদার, জাগুয়া, দিনাজপুরে নিহত। ৬০. বাবুল বণিক, স’ রোড। ৬১. গৌরাঙ্গ রায়, বরিশাল শহর। ৬২. সিপাহী আশ্রাব আলী, চরকাউয়া, কুমিরøা সেনানিবাসে নিহত। ৬৩. যজ্ঞেশ্বর পোদ্দার, কাঠপট্টি। ৬৪. ঘোসাই দাস, হরিদাস সেন, সদর রোড, জাহাঙ্গীর গাজী, কাশিপুর। ৬৫. চর উলানগুনি। ৬৬. যতীন্দ্রনাথ ঘোষ ভাটিখান। ৬৭. আতাহার আলী, চর উলানগুনি। ৬৮. আনসার কদম আলী তালুকদার। ৬৯. আবদুল হাই, চরমোনাই। ৭০. সিপাহী আশ্রাব জমাদর, চর কাউয়া। ৭১. মোতালেব আকন, ইছাকাঠি- জুনাহারে সুম্মুখ যুদ্ধে শহীদ। ৭২. রকমান মুন্সী, বিল্লাবাড়ী। ৭৩. সৈয়দ আবদুল মালেক, বুকাইনগর। ৭৪. আনোয়ার হোসেন, চরবাড়িয়া। ৭৫. আইয়ুব খাঁন, মগরপাড়া। ৭৬. সৈয়দ মোবারক আলী, মগরপাড়া। ৭৭. হাচন আলী, করাপুর। ৭৮. তোফায়েল মোল্লা, সারসী। ৭৯. আবদুল বারেক সিকদার, হরিনাফুলিয়া। ৮০. জাকির হোসেন পলাশ। ৮১. লাখুটিয়া। ৮২. হোসেন আলী, লাখুটিয়া। ৮৩. রোকেয়া, সারসী। ৮৪. নিকুঞ্জ বিহারী ভট্ট্রাচার্য, কটুরাকাটি। ৮৫. চপলা সুন্দরী চক্রবর্তী, কটুরাকাটি। ৮৬. ইপিআর মুজাহার তালুকদার, কটুরাকাটি। ৮৭. মোতাহার আলী সিকদার, দিয়াপাড়া। ৮৮. সুলতান আহমেদ, চর উলানগতি। ৮৯. রাবেয়া খাতুন, চর আইচা। ৯০. অমরচন্দ্র সাহা, ভাটিখানা। ৯১. জাহাঙ্গীর, কাউনিয়া। ৯২. গোবিন্দ চন্দ্র সাহা, দীনবন্ধু সেন রোড। ৯৩. করুণা রানী সাহা, দীনবন্ধু সেন রোড। ৯৪. সত্যদাস গুপ্ত, দীনবন্ধু সেন রোড। ৯৫. বিশুদা, দীনবন্ধু সেন রোড। ৯৬. তোজম্বর আলী তালুকদার, কাউয়ারচর। ৯৭. আলমগীর হোসেন খান, সিংহেরকাঠি। ৯৮. মোসলেম কমান্ডার, টুঙ্গীবাড়িয়া। ৯৯. রবীন্দ্রনাথ ম-ল, সহকারী ট্রেজারার, বরিশাল পোস্ট অফিস। ১০০. কার্তিক চন্দ্র, পিয়ন, বরিশাল বার। ১০১. বিভূতি ভূষণ ব্যানার্জী, ডেপুটি পোস্ট মাস্টার, বরিশাল। ১০২. রণজিত বসু মধু, পিয়ন, ল’ কলেজ। ১০৩. ইবিআর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, পুরানপাড়া। ১০৪. মোতাহার উদ্দীন আহমেদ, গোরস্থান রোড, নলছিটি-দরগাবাড়ি। ১০৫. আবুল হোসেন, কর্নকাঠি; নলছিটি থানা আক্রমণের সময় শহীদ। ১০৬. আফতাব উদ্দিন, জেলা ইনটেলিজেন্স অফিসার।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।