"বরিশালের প্রথম মুসলিম মহিলা সমাবেশ"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("মুসলমান মেয়েদের সামাজিক উন্নয়নের জন্য ১৯৬৩ খ্রিষ্টাব..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

০৮:৫৩, ২৬ জুলাই ২০২০ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

মুসলমান মেয়েদের সামাজিক উন্নয়নের জন্য ১৯৬৩ খ্রিষ্টাব্দে প্রথম বরিশাল টাউন হলে মিসেস ফজলে রাব্বির সভানেত্রীত্বে একটি মুসলমান মহিলা সমাবেশ হয়। মিসেস হালিমা খাতুনকে সভানেত্রী ও হাশেম আলী খানের কন্যা লুৎফুন নেসাকে সম্পাদিকা করে একটি মুসলমান মহিলা সমিতি গঠন করা হয়। তারপর মিসেস হামিদ উদ্দিন, জৈনদ্দিন মুন্সী ও খলিলুর রহমান চৌধুরীর কন্যারা মহিলা সমিতিতে যোগ দেয়। তখন যারা ঘর থেকে বেরিয়ে মহিলা সমিতি করতে আসে তাদেরকে সমাজচ্যুত করার জন্য মোল্লারা প্রচার চালায়।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।