"পটুয়াখালী জেলার বিখ্যাত ব্যক্তিগণ"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
(" == দুমকি উপজেলা == '''শ্রীরামপুর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তি..." দিয়ে পাতা তৈরি)
(কোন পার্থক্য নেই)

০৪:১৯, ২৭ জুলাই ২০২০ তারিখের সংস্করণ


দুমকি উপজেলা

শ্রীরামপুর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. শ্রী শিবন মজুমদার (অষ্টাদশ শতকের প্রথমভাগ), মুর্শিদকুলী খানের খাজাঞ্চি, গ্রাম- শ্রীরামপুর। ২. মোহাম্মদ কেরামত আলী (১ জানুয়ারি ১৯২৬ - ৪ জুন ২০০৪), বাংলাদেশ সরকারের বেশ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রীসহ সরকারের প্রশাসনিক বিভাগে মন্ত্রীপরিষদ বিভাগের সচিবের দায়িত্বও পালন করেছেন; গ্রাম- শ্রীরামপুর ৩. রফিকুল ইসলাম (১৯৩৬ - ২৯ জুলাই ১৯৭১), শহীদ বুদ্ধিজীবী ও অধ্যাপক; গ্রাম- শ্রীরামপুর।


পটুয়াখালি সদর উপজেলা

পটুয়াখালি পৌরসভা অঞ্চলের বিখ্যাত ব্যক্তিগণ: ১. দীনেশচন্দ্র সেন (১৯০৩ - ৩ আগস্ট ১৯৭৪), বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী। ২. লাবণ্যপ্রভা দাশগুপ্ত (জন্ম ১৯০৩ - ২১ ফেব্রুয়ারি ১৯৮৪), বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী।

লোহালিয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. শেখ কবির মাহমুদ (১৮ শতক), ইসলাম ধর্ম প্রচারক; গ্রাম: লোহালিয়া। ২. বি. ডি. হাবীবুল্লাহ (১৯০৮ - ১২ নভেম্বর ১৯৯৮), বাকসম্রাট হিসেবে খ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব ও লেখক, গ্রাম: লোহালিয়া।


বাউফল উপজেলা

ধুলিয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিবর্গ: ১. গাজী পঞ্চম আলী হাওলাদার (১৯২৬ - ১০ ফেব্রুয়ারি ১৯৯৪), মুক্তিযুদ্ধকালে বাউফলের বেইজ কমান্ডার; গ্রাম: ধুলিয়া। ২. সৈয়দ আশরাফ হোসেন (১৩ডিসেম্বর ১৯২৯ - ৩ মে ২০০৮), রাজনীতিবিদ, ভাষাসৈনিক, ও এমপিএ; গ্রাম: ধুলিয়া।

কাচিপাড়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিবর্গ: ১. আবদুল আজিজ খন্দকার, এডভোকেট (১৯২৩- ১৯৯১), রাজনীতিবিদ, ১৯৭০ সালে এমপিএ, ১৯৭৩ সালে এমপি; গ্রাম: বৌলতলা। ২. এম. এ. মুনএম (১৯৩৫ - ১৯৯৯), সাবেকমন্ত্রী; গ্রাম: কারখানা।

কালাইয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিবর্গ: ১. মনোরঞ্জন সিকদার (১৯১৩ - ২৭ ডিসেম্বর ১৯৭৬), ১৯৫৬ সনে প্রাদেশিক মন্ত্রীসভার স্বাস্থ্যমন্ত্রী; গ্রাম: কর্পুরকাঠী।

কালিশুরি ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিবর্গ: ১. সাইয়েদুল আরেফিন (র.) (পঞ্চদশ শতক), সুফী-সাধক ও ইসলাম প্রচারক।

কেশবপুর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিবর্গ: ১. ডা. মোখলেছুর রহমান (১৯৩৪ - ৪ এপ্রিল ২০১৬), বরিশাল জেলা পরিষদের প্রশাসক; গ্রাম: কেশবপুর।


তথ্যসূত্র: ১। সংসদ বাঙালি চরিতাভিধান। ২। রুসেলি রহমান চৌধুরী, বরিশালের প্রয়াত গুণীজন। ৩। সিরাজ উদ্দীন আহমেদ, বরিশাল বিভাগের ইতিহাস।