"নুরুল হক চৌধুরী"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("নুরুল হক চৌধুরী ১৮৮৪ খ্রিস্টাব্দে উলানিয়া জমিদার পরিবা..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

১১:১৯, ২৬ জুলাই ২০২০ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

নুরুল হক চৌধুরী ১৮৮৪ খ্রিস্টাব্দে উলানিয়া জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯০২ খ্রিস্টাব্দে ঢাকা মুসলিম হাই স্কুলে ভর্তি হন এবং ১৯০৯ খ্রিস্টাাব্দে তাঁর শিক্ষা জীবন শেষ হয়। তিনি সাম্প্রদায়িক হিন্দু সাহিত্যিকদের উত্তরে ‘কালাপাহাড়’ (১৩২৭ বঙ্গাব্দ) রচনা করেন। এছাড়াও তাঁর গ্রন্থ হলো ‘আকর্ষণ’, ও ‘বঙ্গ জমিদার’। তিনি ১৯৮২ খ্রিস্টাব্দে দেহ ত্যাগ করেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।