"অমিয়কুমার দাশগুপ্ত"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("অমিয়কুমার দাশগুপ্ত একজন আন্তর্জার্তিক খ্যাতিসম্পন্ন..." দিয়ে পাতা তৈরি)
 
 
১ নং লাইন: ১ নং লাইন:
 
অমিয়কুমার দাশগুপ্ত একজন আন্তর্জার্তিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট অর্থনীতিবিদ ও অধ্যাপক। বর্তমান আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামে ১৬ জুলাই ১৯০৩ সালে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা পার্বতীকুমার দাশগুপ্ত । মৃত্যু  ১৪ জানুয়ারি ১৯৯২।   
 
অমিয়কুমার দাশগুপ্ত একজন আন্তর্জার্তিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট অর্থনীতিবিদ ও অধ্যাপক। বর্তমান আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামে ১৬ জুলাই ১৯০৩ সালে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা পার্বতীকুমার দাশগুপ্ত । মৃত্যু  ১৪ জানুয়ারি ১৯৯২।   
  
অমিয়কুমার গৈলা হাই স্কুল থেকে ১৯২০ খ্রি. ম্যাট্রিক ও বরিশাল ব্রজমোহন কলেজ থেকে আইএ পাশ করেন। লন্ডন বিশ্ববিদ্যালয়ের পিএইচ.ডি.। তাঁর দীর্ঘ শিক্ষকজীবনে তিনি কটক র‌্যাভেন্ শ কলেজে (১৯৪৬-৪৭), কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ে (১৯৪৭-৫৮), ইন্ডিয়ান স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজে (১৯৬১-৬৫) এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (১৯৭৬-৮১) অধ্যাপনা করেছেন। কেম্ব্রিজ এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক ছিলেন। এ ছাড়া আন্তর্জাতিক অর্থ-ভান্ডারের দক্ষিণ এশীয় বিভাগের প্রধান (১৯৫০-৫৩), ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লায়েড ইকনমিক রিসার্চের ডেপুটি ডিরেক্টর (১৯৫৮-৬১) এবং পাটনায় এ.এন. সিনহা ইনস্টিটিউট অফ সোশ্যাল স্টাডিজের ডিরেক্টর (১৯৬৫-৭১) হিসেবে কাজ করেছেন। লন্ডন স্কুল অফ ইকনমিক্সের ফেলো ও তৃতীয় বেতন কমিশনের সদস্য ছিলেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় তাঁকে ডি.লিট. উপাধি দ্বারা সম্মানিত করে। রচিত গ্রন্থ: ‘দি কনসেপশন অফ সারপ্লাস ইন থিয়োরেটিক্যাল ইকনমিক্স’, ‘ওয়ার অ্যান্ড পোস্ট-ওয়ার ইনফ্লেশন ইন ইন্ডিয়া’,  ‘প্ল্যানিং অ্যান্ড ইকনমিক গ্রোথ’, ‘ইকনমিক্স অফ অস্টেরিটি’, ‘এ ঢিয়োরি অফ ওয়েজ পলিসি’, ‘ইপক অফ ইকনমিক থিয়োরি’ প্রভৃতি। শান্তিনিকেতনে মৃত্যু ১৪ জানুয়ারি ১৯৯২ সালে।
+
অমিয়কুমার গৈলা হাই স্কুল থেকে ১৯২০ খ্রি. ম্যাট্রিক ও বরিশাল ব্রজমোহন কলেজ থেকে আইএ পাশ করেন। ১৯২৬ সালে  ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে প্রথম শ্রেণী লাভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিযুক্ত হন। তিনি ১৯৪৬ খ্রিস্টাব্দ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। লন্ডন বিশ্ববিদ্যালয়ের পিএইচ.ডি.। তাঁর দীর্ঘ শিক্ষকজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯২৬-৪৬), কটক র‌্যাভেন্ শ কলেজে (১৯৪৬-৪৭), কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ে (১৯৪৭-৫৮), ইন্ডিয়ান স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজে (১৯৬১-৬৫) এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (১৯৭৬-৮১) অধ্যাপনা করেছেন। কেম্ব্রিজ এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক ছিলেন। এ ছাড়া আন্তর্জাতিক অর্থ-ভান্ডারের দক্ষিণ এশীয় বিভাগের প্রধান (১৯৫০-৫৩), ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লায়েড ইকনমিক রিসার্চের ডেপুটি ডিরেক্টর (১৯৫৮-৬১) এবং পাটনায় এ.এন. সিনহা ইনস্টিটিউট অফ সোশ্যাল স্টাডিজের ডিরেক্টর (১৯৬৫-৭১) হিসেবে কাজ করেছেন। লন্ডন স্কুল অফ ইকনমিক্সের ফেলো ও তৃতীয় বেতন কমিশনের সদস্য ছিলেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় তাঁকে ডি.লিট. উপাধি দ্বারা সম্মানিত করে। রচিত গ্রন্থ: ‘দি কনসেপশন অফ সারপ্লাস ইন থিয়োরেটিক্যাল ইকনমিক্স’, ‘ওয়ার অ্যান্ড পোস্ট-ওয়ার ইনফ্লেশন ইন ইন্ডিয়া’,  ‘প্ল্যানিং অ্যান্ড ইকনমিক গ্রোথ’, ‘ইকনমিক্স অফ অস্টেরিটি’, ‘এ ঢিয়োরি অফ ওয়েজ পলিসি’, ‘ইপক অফ ইকনমিক থিয়োরি’ প্রভৃতি। শান্তিনিকেতনে মৃত্যু ১৪ জানুয়ারি ১৯৯২ সালে।
  
তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।
+
তথ্যসূত্র: ১। সংসদ বাঙালি চরিতাভিধান। ২। সিরাজ উদ্দীন আহমেদ, বরিশাল বিভাগের ইতিহাস, ১ম খণ্ড।

১২:৪৪, ২৫ জুলাই ২০২০ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

অমিয়কুমার দাশগুপ্ত একজন আন্তর্জার্তিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট অর্থনীতিবিদ ও অধ্যাপক। বর্তমান আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামে ১৬ জুলাই ১৯০৩ সালে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা পার্বতীকুমার দাশগুপ্ত । মৃত্যু ১৪ জানুয়ারি ১৯৯২।

অমিয়কুমার গৈলা হাই স্কুল থেকে ১৯২০ খ্রি. ম্যাট্রিক ও বরিশাল ব্রজমোহন কলেজ থেকে আইএ পাশ করেন। ১৯২৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে প্রথম শ্রেণী লাভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিযুক্ত হন। তিনি ১৯৪৬ খ্রিস্টাব্দ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। লন্ডন বিশ্ববিদ্যালয়ের পিএইচ.ডি.। তাঁর দীর্ঘ শিক্ষকজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯২৬-৪৬), কটক র‌্যাভেন্ শ কলেজে (১৯৪৬-৪৭), কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ে (১৯৪৭-৫৮), ইন্ডিয়ান স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজে (১৯৬১-৬৫) এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (১৯৭৬-৮১) অধ্যাপনা করেছেন। কেম্ব্রিজ এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক ছিলেন। এ ছাড়া আন্তর্জাতিক অর্থ-ভান্ডারের দক্ষিণ এশীয় বিভাগের প্রধান (১৯৫০-৫৩), ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লায়েড ইকনমিক রিসার্চের ডেপুটি ডিরেক্টর (১৯৫৮-৬১) এবং পাটনায় এ.এন. সিনহা ইনস্টিটিউট অফ সোশ্যাল স্টাডিজের ডিরেক্টর (১৯৬৫-৭১) হিসেবে কাজ করেছেন। লন্ডন স্কুল অফ ইকনমিক্সের ফেলো ও তৃতীয় বেতন কমিশনের সদস্য ছিলেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় তাঁকে ডি.লিট. উপাধি দ্বারা সম্মানিত করে। রচিত গ্রন্থ: ‘দি কনসেপশন অফ সারপ্লাস ইন থিয়োরেটিক্যাল ইকনমিক্স’, ‘ওয়ার অ্যান্ড পোস্ট-ওয়ার ইনফ্লেশন ইন ইন্ডিয়া’, ‘প্ল্যানিং অ্যান্ড ইকনমিক গ্রোথ’, ‘ইকনমিক্স অফ অস্টেরিটি’, ‘এ ঢিয়োরি অফ ওয়েজ পলিসি’, ‘ইপক অফ ইকনমিক থিয়োরি’ প্রভৃতি। শান্তিনিকেতনে মৃত্যু ১৪ জানুয়ারি ১৯৯২ সালে।

তথ্যসূত্র: ১। সংসদ বাঙালি চরিতাভিধান। ২। সিরাজ উদ্দীন আহমেদ, বরিশাল বিভাগের ইতিহাস, ১ম খণ্ড।