ফজলুর রহিম চৌধুরী

Barisalpedia থেকে

ফজলুর রহিম চৌধুরী ১৮৯০ খ্রিস্টাব্দে উলানিয়ায় জন্মগ্রহণ করেন। ফজলুর রহিম চৌধুরী বরিশাল জেলার উলানিয়ার এসহাক মনজিলের অধিবাসী। তিনি একজন লেখক। তাঁর গ্রন্থ: মহরম চিত্র (কবিতা ১১১৮), পয়গম্বর কাহিনী (১৩২৫), সোরাব-রোস্তিম (১৯২০), এসরাইল বংশীয় নবীগণ (১৯২৫), কোরআনের সুবর্ণ কুঞ্জিকা (১৯২৬), মেশকাত (১/১৩৩৯,২/১৩৩৯)। তিনি ১৯৩৩ খ্রিস্টাব্দে দেহ ত্যাগ করেন।


তথ্যসূত্র:১। মোহাম্মদ সাইফ উদ্দিন সম্পাদিত ‘বাকেরগঞ্জ জেলার ইহিতাস’। ২। সিরাজ উদ্দীন আহমেদ, বরিশাল বিভাগের ইতিহাস, ১ম খণ্ড।