প্রফুল্লমুখী বসু

Barisalpedia থেকে

জন্ম ৩ নভেম্বর ১৮৯৮। মৃত্যু ৮ এপ্রিল ১৯৮৩। জন্মস্থান বানারিপাড়া, বরিশাল। পিতা কংগ্রেসকর্মী যোগেন্দ্রনাথ গুহঠাকুরতা। ১৩ বছর বয়সে বিবাহ হয়ে এক মাসের মধ্যে বিধবা হন। পিতা পুনর্বিবাহ দিতে চাইলে অসম্মতি জানান। ১৯২১ খ্রি. অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে চরকা ও খদ্দরের প্রচারকার্য করতে থাকেন। ১৯৩৩খ্রি. আইন অমান্য আন্দোলনকালে বক্তৃতা ও প্রচারকার্য চালান। দু-বার কারাবরণ করেন। কুমিল্লার ভগিনী নিবেদিতা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা, ছাত্রী আবাসের সুপারিনটেন্ডের এবং কুমিল্লার সারদা দেবী মহিলা সমিতির সম্পাদিকা ছিলেন।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।