প্যারীমোহন দাশ গুপ্ত
Barisalpedia থেকে
প্যারীমোহন দাশগুপ্ত কবিতা লিখতেন। তার কোন কাব্য আমাদের হাতে পড়েনি। তিনি বরিশাল ব্রজমোহন স্কুলের শিক্ষক ছিলেন। তার সম্পাদনায় প্রকাশিত হয়েছিলো বিজয় গুপ্তের পদ্মাপুরাণ বা মনসা মঙ্গল (১৩০৬)। এ গ্রন্থের প্রকাশক ছিলেন রামচরণ শিরোরত্ন । ছাপা হয়েছিলো বরিশাল আদর্শ যন্ত্রে। মুদ্রক ছিলেন নন্দ কুমার দাশ। এ গ্রন্থ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন ড. সুকুমার সেন।
তথ্যসূত্র: বাকেরগঞ্জ জেলার ইতিহাস (সাইফ উদ্দিন সম্পাদিত)