নিবারণচন্দ্র দাশগুপ্ত, রায়বাহাদুর
Barisalpedia থেকে
জন্ম ?। মৃত্যু ২৪ মার্চ ১৯৩৮। জন্মস্থান বরিশাল। একসময়ে তিনি মহাত্মা অশ্বিনীকুমারের সহকর্মী ছিলেন। ১৯০৬খ্রি. বরিশাল কনফারেন্সের অভ্যর্থনা কমিটির সম্পাদক হন। বঙ্গভঙ্গ আন্দোলনে তাঁর বক্তৃতা বরিশালে এই আন্দোলনের সাফল্যের অন্যতম কারণ। দার্শনিক গ্রন্থ ও প্রবন্ধ রচনা করেছেন। দীর্ঘকাল ‘ভারত সুহৃদ’ মাসিক পত্রিকার সম্পাদনা করেন। বরিশালের শাখা সাহিত্য পরিষদের তিনি সভাপতি ছিলেন। প্রাক্তন বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য, ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সভাপত, মিউনিসিপ্যারিটির ভাইস-চেয়ারম্যান ও চেয়ারম্যান-রূপে জনসেবায় যুক্ত ছিলেন। বৃদ্ধ বয়সে বরিশালের শিক্ষাগুরু আচার্য জগদীশচন্দ্র মুখোপাধ্যায়ের জীবনচরিত এবং ১৯২৩খ্রি. ‘ভারত রাষ্ট্রনীতি’ নামক গ্রন্থ রচনা করেন।
তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।