নলচিড়ার মিয়া বংশ, গৌরনদী

Barisalpedia থেকে

মোগল আমলে বরিশালের তৃতীয় প্রভাবশালী পরিবার গৌরনদীর নলচিড়ার সৈয়দ বা মিয়া বংশ। এ অঞ্চলে আগত প্রথম মুসলমানের মধ্যে তারা অন্যতম। এ বংশের আদি পুরুষ সৈয়দ উলফত গাজী স¤্রাট জাহাঙ্গীরের উজির ছিলেন। তার পূর্বপুরুষ ভাগ্যান্বেষণে মধ্য এশিয়া হতে বিহারের গাজীপুরে আগমন করেন। স¤্রাট জাহাঙ্গীর তাকে নাজিরপুর পরগণার জমিদারী প্রদান করেন। তার পুত্র সৈয়দজান মুলাদী থানার তেরচর গ্রামে বসতি স্থাপন করেন। খুব সম্ভব তার অপর নাম সৈয়দ কুতুব শাহ। তিনি একজন বিখ্যাত পীর ছিলেন। তিনি তেরচর হতে এসে নলচিড়া গ্রামে বসতি স্থাপন করেন। তার পুত্র হোসেনজান। হোসেনজানের পুত্র সৈয়দ আইনইদ্দন। তার পুত্র সৈয়দ সামসউদ্দিন। সামসউদ্দিনের পুত্র হোসেন উদ্দিন। হোসেন উদ্দিনের পুত্র সৈয়দ ইমাম উদ্দিন। নলচিড়ার মিয়ারা সরাসরি ইমাম উদ্দিনের বংশধর। ইমাম উদ্দিনের পুত্র সিরাজ উদ্দীন। তার পুত্র হোসেন উদ্দীন। তার পুত্র মমতাজ উদ্দীন। মমতাজ উদ্দীনের তিন পুত্র হামিদ উদ্দীন, আকিদ উদ্দীন ও সিরাজ উদ্দীন। আকিদ উদ্দীনের তিন পুত্র মাহতাব উদ্দীন, কুতুব উদ্দীন ও আলাউদ্দীন। আলাউদ্দীনের পুত্র সৈয়দ জিয়াউদ্দিন।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।