নবাব কম্পাউন্ড, বরিশাল
Barisalpedia থেকে
বরিশালের কয়েকটি পরগনাতে ঢাকার বিখ্যাত নবাব পরিবারের জমিদারি থাকা সত্ত্বেও বৃহত্তর বরিশালে তারা কোনো আবাসস্থল বা বাসভবন নির্মাণ করেননি। তবে জমিদারি পরিচালনা এবং পরিদর্শনের নিমিত্তে এই পরিবার শহরের কেন্দ্রস্থলে তাঁরা একটি স্থাপনা নির্মাণ করেন। নবাব কম্পাউন্ড নামে খ্যাত তাদের বিশাল আকারের কাচারিবাড়িটি বর্তমানে সিটি কলেজের মূল ভবন হিসেবে ব্যবহার করা হচ্ছে।
তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।