গৌরনদী উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ

Barisalpedia থেকে

গৌরনদী উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণের তালিকা (অসম্পূর্ণ) এরূপ। ১. মোহাম্মদ আলাউদ্দিন, দক্ষিণ সিহিপাশা, কটকস্থল যুদ্ধে শহীদ। ২. আবদুল হক, রাজিহার, কসবার যুদ্ধে শহীদ। ৩. জয়নাল র্সদার, দক্ষিণ রামসিদ্ধি। ৪. আবদুল মারেক, নাঠৈ, ঢাকায় যুদ্ধে শহীদ। ৫. স্বপন কুমার বসু, ঢাকা মেডিকেল কলেজের ছাত্র, পিতা-মুকুন্দ নাথ বসু, উত্তর চাঁদশী। ৬. ইবিআর ফজলুল হক, রতœপুর; ঢাকায় নিহত। ৭. আবদুল আজিজ সিকদার, গৌরনদী থানা আক্রমণকালে যুদ্ধে শহীদ। ৮. ইবিআর খায়রুল আলম, শরিকল। ৯. খন্দকার আবদুস ছত্তার, কালনা; কসবা যুদ্ধে শহীদ। ১০. হাশেম আলী মোল্লা, সুজনকাটি। ১১. তোরাব আলী দৈয়াপুর। ১২. ভোলানাথ, গৈলা। ১২. যতীন্দ্রনাথ কর, দত্তপাড়া, বাটাজোর। ১৩. দয়মন্তীকর, দত্তপাড়া, বাটাজোর। ১৪. শেফালী রানী সরকার, বাটাজোর। ১৫. শুভদ্রারাণী, দত্তপাড়া, বাটাজোর। ১৬. রাণী বালা সরকার, দত্তপাড়া, বাটাজোর। ১৭. জনার্দন কর, দত্তপাড়া, বাটাজোর। ১৮. যতীন্দ্রনাথ কর, দত্তপাড়া, বাটাজোর। ১৯. জমিরউদ্দিন, উত্তর সিহিপাশা। ২০. মমতা রাণী বিশ্বাস, অধুনা। ২১. হারান চন্দ্র দাস, অধুনা। ২২. নিরোদ বরণ নন্দী, টরকী বন্দর। ২৩. বিশ্বসর নন্দী, টরকী বন্দর। ২৪. নিত্যনন্দ রায়, পশ্চিম সুজনকাটি। ২৫. রজনী কান্ত ভদ্র, মুড়িহার। ২৬. হানিফ খন্দকার, কালনা। ২৭. সূর্য কান্ত দে, সুতার বাড়ী। ২৮. সতীন্দ্র নাথ দাস, কোদালধোয়া। ২৯. গনেশ চন্দ্র দাস, বাগদা। ৩০. সরলা সুন্দরী বৈদ্য, বাকাই। ৩১. স্যামুয়েল হালদার, রাজিহার। ৩২. দ্যানিয়েল হালদার, রাজিহার। ৩৩. জগদীশ চন্দ্র পান্ডে, বাহাদুরপুর। ৩৪. ইপিআর তোরাফ আলী মিয়া, মাগুরা, চট্টগ্রামে যুদ্ধে শহীদ। ৩৫. সুবোধ চন্দ্র বারৈ, চাঁদশী। ৩৬. রাই চরণ বারৈ, বাকাল। ৩৭. দুলাল চন্দ্র নাথ, বাকাল। ৩৮. অতুল চন্দ্র চক্রবর্তী, , বাকাল। ৩৯. শুভদ্রা চক্রবর্তী, , বাকাল। ৪০. ইসমাইল ফকির, বাকাল। ৪১. জয়নাল বিশ্বাস, বাকাল। ৪২. রজনীকান্ত বিশ্বাস, ফুল্লশ্রী। ৪৩. কেতাব আলী, ফুল্লশ্রী। ৪৪. করিম সিকদার, বাহাদুরপুর। ৪৫. প্রফুল্ল কুমার সৈয়াল, মাহিলারা। ৪৫. সিপাহী সিরাজুল ইসলাম, স্যারাল; তালতলী-জুনাহার যুদ্ধে শহীদ। ৪৬. ইপিআর খালেক সর্দার, গৌরনদী; যশোরে নিহত। ৪৭. মালতী রাণী সরকার, বাটাজোর। ৪৮. সিপাহী মীর হান্নান, নাঠৈ; পাবনায় নিহত। ৪৯. খলিল চৌকিদার, মাহিলারা। ৫০. আবদুর রব, কটকস্থল। ৫১. জনাব আলী সরদার, চাঁদশী। ৫২. সরজু রানী হালদার, বারপাইকা। ৫৩. আর্শেদ আলী বেপারী, বাটাজোর। ৫৪. সন্ধ্যারাণী, হরহর, বাটাজোর। ৫৫. সাধনা রাণী সরকার, হরহর, বাটাজোর। ৫৬. আবুল বাশার খান। ৫৭. কাসেমাবাদ, কসবা যুদ্ধে শহীদ। ৫৮. শান্তি রঞ্জন হালদার, সাতলা। ৫৯. দুলারাণী পাল। ৬০. রমা বিহারী। ৬১. নিতাই বেপারী। ৬২. সুমিতা রাণী বৈদ্য ৬৩. কৃষ্ণকান্ত বৈদ্য। ৬৪. বিভারাণী। ৬৫. কালাচান্দ আচার্য, বাটাজোর। ৬৬. সতীন্দ্র চন্দ্র বৈদ্য, রাজিহার। ৬৭. মন্নান মোল্লা, মধ্য সিহিপাশা। ৬৮. সৈজাদ্দিন হাওলাদার, চাঁদশী। ৬৯. পরিমল মন্ডল, চাঁদশী। ৭০. বরুণ চন্দ্র দাস, পালর্দি। ৭১. আবদুল হাকিম দেওয়ান, সুন্দরদী। ৭২. রজ্জব আলী, সুন্দরদী। ৭৩. নারায়ণ চন্দ্র দাস, সুন্দরদী। ৭৪. এরফান হাওলাদার, বেজগতি। ৭৫. গণি সর্দার বেজগতি। ৭৬. রুস্তম আলী তালুকদার, চেঙ্গুটিয়া। ৭৭. ইপিআর কাদের, ধানডোবা। ৭৮. ডা. সুশীল চন্দ্র শর্মাঁয়, এলএমএফ, রতœপুর বগুড়ায় নিহত। ৭৯. সুভাষ চন্দ্র ব্যানার্জি,শোলক। ৮০. যোগেন্দ্র নাথ ব্যানার্জি, শোলক। ৮১. বিরেন ব্যানার্জি, শোলক। ৮২. শান্তিনাথ পুততুন্ড, শোলক। ৮৩. নারায়ণ চন্দ্র রায় বিএবিএড, আগৈলঝরা। ৮৪. বিশ্বনাথশীল বিএ, আগৈলঝরা। ৮৫. সুরেন রায়, আগৈলঝরা। ৮৬. নির্মল বেপারী আগৈলঝরা। ৮৭. সোনামদ্দিন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাটাজোর।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।