গৌরনদী

Barisalpedia থেকে

জেলা ম্যাজিষ্ট্রেট অসওয়ালডের সময় বাকেরগঞ্জ জেলার আয়তন বৃদ্ধি পায়। তার সময়ে ১৮০৬ সালে বিদ্যমান ১০টির সাথে ঢাকা জেলা হতে গৌরনদী ও বুড়ীরহাট থানা বাকেরগঞ্জ জেলাভুক্ত করা হয়। তখন পর্যন্ত গৌরনদী, কোটালীপাড়া এবং বুড়ীরহাট বাকেরগঞ্জ জেলাভুক্ত ছিল না।



তথ্যসূত্র: সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খণ্ড)। ভাস্কর প্রকাশনী। ২০১০।