গলাচিপা উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ
Barisalpedia থেকে
গলাচিপা উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ: ১. সুবল কর, গলাচিপা। ২. শান্তিরঞ্জন দাস, চিকনিকান্দি। ৩. নিমাইচাঁদ পাল, চিকনিকান্দি। ৪. উমাচরণ দেবনাথ, চিকনিকান্দি। ৫. নিরঞ্জন গাঙ্গুলী, সুতাবারিয়া। ৬. রাধিকামোহন সাহা, গলাচিপা। ৭. সুকুমার রঞ্জন দাস, গলাচিপা। ৮. বাসুদেব, গলাচিপা। ৯. রাধেশ্যাম কুণ্ড, গলাচিপা। ১০. মাখনলাল, মাঝগ্রাম। ১১. আবদুল হক তালুকদার, আওলিয়াপুর। ১২. মনোহর ম-ল, বেতাগী।
তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।