খান সাহেব আকরাম
Barisalpedia থেকে
খান সাহেব আকরাম ১৮৯৩ খ্রিস্টাব্দে বাউফল থানার রামনগরে জন্মগ্রহণ করেন। তার পিতা মুহাম্মদ আফছার আলী। তিনি রিপন কলেজ হতে প্লীডারশীপ পাস করে ১৯২১ খ্রিস্টাব্দে পটুয়াখালীতে আইন ব্যবসা শুরু করেন। তিনি পটুয়াখালী মুসলিম লীগের সভাপতি ছিলেন। তিনি ১৯৭৮ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।