কোরবানউল্লাহ মুনশী
Barisalpedia থেকে
কোরবানউল্লাহ মুনশী একজন কবি ছিলেন। তাঁর কাব্যগ্রন্থ ‘খন্ড-প্রলয়’ বরিশাল জেলায় ১৮৭৬ খ্রীস্টাব্দের ৩১শে অক্টোবরের প্রলয় ঝটিকার বর্ণনা। প্রকাশক ও মুদ্রক ঃ দ্বারকানাথ বসু, সত্যপ্রকাশ প্রেস, বরিশাল। প্রথম সংস্করণ ঃ ১৩ই ডিসেম্বর, ১৮৭৭ খ্রীঃ, পৃঃ ৩২। মূল্য তিন আনা।
তথ্য নির্দেশ : বেঙ্গল লাইব্রেরী ক্যাটালগ, ১৮৭৭ খ্রীঃ, ৪র্থ ত্রৈমাসিক খাতিয়ান। [বামুগ্রপ]