কালা রাজার বিল
এটি বর্তমান পটুয়াখালি জেলার গলাচিপা থানার অন্তর্গত একটি বিল। এর নামের সাথে একটি ইতিহাস জড়িত আছে।
চন্দ্রদ্বীপের রাজা জয়দেবের (পঞ্চদশ শতকের) কোন পুত্রসন্তান ছিল না। কমলা ও বিদ্যাসুন্দরী নামে তার দুই কন্যা ছিল। রাজা জয়দেব কমলা দেবীকে বর্তমান বাবুগঞ্জ থানার দেহেরগতি গ্রামের উষাপতির পুত্র বলভদ্র বসুর সাথে বিয়ে দেন। দেহেরগতির বসু পরিবার কৌলীন্য ও শিক্ষায় অগ্রগামী ছিলেন। বলভদ্র বসু বিদ্যোৎসাহী ছিলেন। তিনি বিভিন্ন শাস্ত্রে পন্ডিত ছিলেন। যুদ্ধবিদ্যায় তিনি বাকলা রাজ্যের মধ্যে অতুলনীয় ছিলেন। কথিত আছে বলভদ্র বসু দেখতে কালো ছিলেন। তাই প্রজারা তাকে কালা রাজা বলত। গলাচিপা থানার কালা রাজার বিল তার নামে হয়েছে বলে ঐতিহাসিকগণ মনে করেন।
বলভদ্র বসু ও কমলা বিয়ের পর গলাচিপা থানার এই এলাকায় রাজা জয়দেব তাদের জন্য প্রসাদ নির্মাণ করেন এবং তারা এখানে বাস করতে শুরু করেন। যদিও জয়দেবের মৃত্যুর পর কমলা স্বামীকে নিয়ে বাকলার রাজবাড়িতে চলে যান, তবে এ স্থানে কালা রাজার প্রাসাদ থেকে যায়। কালা রাজার বিল একদা জনপদ ছিল। প্রাকৃতিক কারণে এ জনপদের অবনমন হয়। ১৯ শতকের প্রথমভগে এ বিলে আবাদ করার সময় প্রাচীন দালানের ইট ও দীঘি আবিষ্কৃত হয়। স্থানীয় নমঃশূদ্ররা দাবি করে যে তাদের রাজা এখানে বাস করত। ১৭ শতকে মগ, পর্তুগীজদের আক্রমণের ফলে বাকলা জনশূন্য হয়ে পড়ে। কালা রাজার বাড়ি এই সময় পরিত্যক্ত হয় এবং ১৭৬৩ খ্রিস্টাব্দের ভূমিকম্পের সময় কালা রাজার বাড়িসহ গ্রামটি নিচে দেবে যায় এবং বিলে পরিণত হয়।
তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (প্রথম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।