কালাবদর

Barisalpedia থেকে

আড়িয়াল খা’র একটি শাখা ডাকাতিয়া, জাহাপুর, শায়েস্তাবাদ, কালিগঞ্জ প্রভৃতি নামে ভোলার নিকট ইলিশার সাথে মিলিত হয়েছে। মিলিত স্থানের নাম কালাবদর। উনিশ শতকে কালাবদর নদী খুব প্রবল ছিল। ভোলা থেকে কালাবদর পাড়ি দিয়ে বরিশালে আসা বিপজ্জনক ছিল। কালাবদরের কারনে তাই ভোলা ১৮২২ খ্রিঃ হতে ১৮৫৯ খ্রিঃ পর্যন্ত নোয়াখালী জেলাধীন ছিল।



তথ্যসূত্র: সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।