কাউখালী উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ
কাউখালী উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ- ১. ড. আবুল খায়ের কাউখালী, অধ্যাপক, ইতিহাস বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। ২. নায়েক জালালউদ্দীন, কেউন্দিয়া; সম্মুখ যুদ্ধে ১২ এপ্রিল খুলনায় শহীদ। ৩. মোক্তাদিরুল ইসলাম বেল্লাল, কেউন্দিয়া, ছাত্র, পিরোজপুর কলেজ। ৪. নুরুল মমিন, কেউন্দিয়া। ৫. মজিদ মৃধা, কেউন্দিয়া। ৬. হাফিজুর রহমান, কেউন্দিয়া। ৭. এসহাক আলী, কেউন্দিয়া। ৮. মোশারেফ আলী হাওলাদার, মধুরকাটি। ৯. আবদুর রব খাঁ, শিয়ালকাঠি। ১০. দুলালচন্দ্র মুখার্জি, আমরাজুড়ি, ছাত্র, ঝালকাঠি কলেজ। ১১. সুভাষচন্দ্র দত্ত ছাত্র, কচুয়াকাটি। ১২. নগেন্দ্রনাথ রজক দাস, আমরাঝুড়ি। ১৩. সাধনা রাণী কুন্ড, বলভদ্রপুর। ১৪. কৃষ্ণকান্ত, বলভদ্রপুর। ১৫. বিজয়কৃষ্ণ কুন্ড, কচুয়াকাটি। ১৬. শেফালী রাণী কু-, কাউখালী বিদ্যালয়ের ছাত্রী। ১৭. সাইদুল ইসলাম, রাজপাশা। ১৮. আবদুর রব মাঝি, জয়কুল। ১৯. খন্দকার হাবিবুর রহমান, জয়কুল। ২০. আবদুল জলিল, কেউন্দিয়া। ২১. আবদুল মাজেদ কেউন্দিয়া। [অসম্পূর্ণ তালিকা]
তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।