উজিরপুর উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ

Barisalpedia থেকে

উজিরপুর উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণের একটি অসম্পূর্ণ তালিকা নিম্নরূপ। ১. আলতাফ হোসেন মীরবিক্রম, পিতা আবদুল ছোবহান মোল্লা ভবানীপুর, বাবুগঞ্জ থানা দখলের সময় যুদ্ধে শহীদ। ২. সোনামদ্দিন খলিফা, চাঙ্গুরিয়া। ৩. নুরুল ইসলাম, ডহরপাড়া। ৪. লতিফ হাওলাদার, ডহরপাড়া। ৫. মন্নান, ডহরপাড়া। ৬. আশ্রাব আলী, ডহরপাড়া। ৭. তারক চন্দ্র সাহা, উজিরপুর। ৮. মনিক মিয়া, বরাকোটা। ৯. হাফিজুল আলম, বরাকোটা। ১০. আবদুল খালেক, বরাকোটা। ১১. সৈজদ্দিন ব্যাপারী, বরাকোটা। ১২. হাশেম, বরাকোটা। ১৩. সৈয়দ আলী ব্যাপারী, বরাকোটা। ১৪. রোহিনী কুমার বারৈ, মালেকবাড়ী-মহর। ১৫. আবুল কালাম হাওলাদার, কেশবকাঠি। ১৬. মফিজউদ্দিন, পুত্র মোতালেব, ভরসাকাটি। ১৭. হাজেরা বেগম, গাজিরপার। ১৮. সুরেশ চন্দ্র, বাংলা, খাটিয়ালপাড়া। ১৯. মোকসেদ আলী মাঝি, গুঠিয়া। ২০. মুকুন্দ লাল সাহা, হারতা। ২১. মোজাম্মেল হক, পিতা খবির উদ্দিন সরদার, কাংশী; ভোলার গুইংগারহাট যুদ্ধে শহীদ। ২২. নুরুল হক সরদার, বরাকোটা। ২৩. মহেন্দ্র নাথ হালদার, বরাকোটা। ২৩. নেয়াম উদ্দীন, বরাকোটা। ২৪. কার্তিক জমাদ্দার, মালিপাড়া। ২৫. হাসেম আলী হাওলাদর, গুটিয়া। ২৫. মেনাজ হাওলাদার, মহার। ২৬. হারুন-অর রশিদ আকন, হস্তিশুন্ড। ২৭. আবুল কালাম, কেশবকাটি। ২৮. ক্ষিরোদ চন্দ্র হালদার, রায়েরকাঠি। ২৯. ফজলুল হক হাওলাদার, গাববাড়ী; কুষ্টিয়া যুদ্ধে শহীদ। ৩০. নিশিকান্ত হাওলাদার, সাতলা; ১৬ জুন সাতলা গ্রামে অনেকের সাথে ত্যাগ করা হয় । ৩১. বঙিম চন্দ্র ঘোষ, দত্তস্বর। ৩২. নীল কান্ত দে মোক্তার, হারতা। ৩৩. মহেন্দ্রনাথ সাহা, হারতা। ৩৪. জব্বার বেপারী কাংশী বরাকোটা অপারেশনে নিহত। মজিদ হাওলাদার মুন্ডপাশা, গুইংগারহাট যুদ্ধে শহীদ।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।